মুম্বই: আগামীকাল ৩০ এপ্রিল বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের প্রথম বিবাহবার্ষিকী। খাতায় কলমে এখনও একদিন দেরি থাকলেও তাঁরা কিন্তু তাঁদের স্পেশাল দিন উদযাপন শুরু করে দিয়েছেন।



দু'জনেই একগাদা ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে, সমুদ্রতটে দারুণ সময় কাটাচ্ছেন তাঁরা।