মুম্বই: মাস গড়িয়ে গেছে, চলছে লকডাউন। বন্ধ জিম, ফিটনেস সেন্টার। তাই কিছুটা হলেও চিন্তার ভাঁজ বলিউডের ফিটনেস ফ্রিক তারকাদের। এই সময়ে শরীরে যাতে এতটুকু বাড়তি মেদ বাসা না বাঁধে, তার জন্য বাড়িতেই করছেন কসরত। বাইরের কাজ বন্ধ। তাই হাতে সময়ও অফুরান। তাই এই সময়টা নানাভাবে কাজে লাগাচ্ছেন তাঁরা।
এই দলে আছেন বঙ্গতনয়া বিপাশা বসুও। সম্প্রতি নিজের ওয়ার্কআউট ভিডিও শেয়ার করলেন বিপস। মুহূর্তেই নেট-দুনিয়ায় হইহই করে হিট বঙ্গতনয়ার ফিটনেস ফান্ডা।
যোগা ম্যাটে স্ট্রেচ, স্কোয়াট...তারপর আরও কঠিন শরীরচর্চা।


সারা শরীর ফিট রাখতে নানারকম কসরত করে দেখালেন বিপস। এখনও যে তিনি সেই আগের মতোই ফিট, তার প্রমাণ এই ভিডিও। কার্ডিও ও পুশ আপ এক্সারসাইজও সারলেন তিনি।
সামনেই কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে তাঁর বিয়ের ৪ বছর পূর্ণ হবে। করোনা পরিস্থিতিতে সেই সেলিব্রেশনও সারতে হবে বাড়িতেই। তাই নিজের হাতে বেসনের লাড্ডু তৈরি করলেন বিপাশা। সেই ভিডিও-ও জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়।