টোকিওয় লঞ্চ হয়েছে থং জিনস। এনেছে জাপানি কোম্পানি থিবোট।
সোশ্যাল মিডিয়ায় এই জিনস নিয়ে তুমুল হাসাহাসি চলছে। এর নাম রাখা হয়েছে নেকেড জিনস। বিপাশা বসুও জানিয়ে দিয়েছেন, থং জিনস বিশ্রী লেগেছে তাঁর।
ঋষি কপূরও এই জিনস নিয়ে একদম নিজস্ব কায়দায় ঠাট্টা করেছেন।
তা আবার রিটুইট করেছেন কর্ণ জোহর।