ঘাটকোপাড় পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গতকাল আচমকা সোশ্যাল মিডিয়ায় ক্যানসার আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রের মৃত্যুর খবর দেন। মরাঠিতে লেখেন, বলিউড ও মারাঠি ডিভা সোনালি বেন্দ্রের আমেরিকায় মৃত্যু হয়েছে। এই বলে তিনি শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন।
এ খবরে দুশ্চিন্তায় পড়েন সোনালির অনুগামীরা। অল্প সময় পরেই জানা যায়, পুরোটাই ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোলড হয়ে টুইট ডিলিট করে দেন বিধায়ক। তারপর নতুন করে টুইট করেন, সোনালি বেন্দ্রে সম্পর্কে গত ২ দিন নানা গুজব ছড়িয়েছে। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থ হয়ে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসেন রাম কদম। অল্পদিন আগে ঘাটকোপাড়ে জন্মাষ্টমী উৎসবে গিয়ে তিনি নাকি যুবকদের পরামর্শ দেন, কোনও মেয়েকে যদি পছন্দ হয় কিন্তু সেই মেয়ের যদি বিয়েতে মত না থাকে তবে বাবা মাকে নিয়ে এসে আমাকে এ কথা বলুন। আমি ওই মেয়েকে তুলে এনে দেব। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।