রজনীকান্তকে 'মহারাষ্ট্র ভূষণ' দেওয়ার দাবি বিজেপি বিধায়কের
Web Desk, ABP Ananda | 26 Jul 2016 11:37 AM (IST)
মুম্বই: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে 'মহারাষ্ট্র ভূষণ' দেওয়ার দাবি জানালেন বিজেপি বিধায়ক অনিল গোটে। তিনি বলেন, রজনীকান্তকে রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত মহারাষ্ট্র সরকারের। নিম্ন কক্ষে এই দাবি তুলে গোটে বলেন, মহারাষ্ট্রের কোলহাপুর জেলার জন্মগ্রহণ করেন শিবাজী গাইকোয়ার। ভাগ্যান্বেষণে তামিলনাড়ুতে পাড়ি দেন তিনি। তামিল সিনেমায় অসম্ভব সাফল্যের পর শিবাজী-ই হয়ে যান 'রজনীকান্ত'। তাঁর অনুরাগীরা তাঁকে প্রায় ভগবানের চোখে দেখেন। গোটে আরও বলেন, 'কাবালি'-র সাফল্যই দেখিয়ে দিয়েছে তাঁর খ্যাতি কোন পর্যায়ের। রজনীকান্তকে ভারতরত্ন দেওয়ার সুপারিশ করা উচিত বিধানসভার, মন্তব্য করেন গোটে।