কলকাতা: তিনি অভিনয়ের কারণে চিরকালই সবার মন জয় করে এসেছেন। কিন্তু পাশাপাশি, তিনি সমানভাবে চর্চিত হয়েছেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্য ও। তাঁর বিবাহ, ব্যক্তিগত জীবন সবকিছুই সবসময় থেকেছে আতস কাচের তলায়। হেমা মালিনী (Hema Malini)-র সঙ্গে তাঁর প্রেম রূপকথার মতো, এমনটাই মনে করেন অনেকে। তবে সত্যিই কী তাই? দীর্ঘ সময় কাটিয়ে সত্যিই কি একের অপরের পরিপূরক হয়ে উঠেছেন ধর্মেন্দ্র আর হেমা মালিনী? নাকি তাঁদের সম্পর্কের সত্যিটা একেবারেই আলাদা?
১৯৫৪ সালে বিয়ে হয় ধর্মেন্দ্রর। প্রকাশ কৌরের সঙ্গে। সেই সময়ে ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র হয়ে ওঠেননি। সানি, ববি, বিজেতা আর অজিতা নামে ৪ সন্তানও রয়েছে ধর্মেন্দ্রর। এরপরে ধর্মেন্দ্রর বিবাহ হয়, বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনীর সঙ্গে। তাঁদের দুই সন্তান রয়েছে, এষা আর অহনা। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে হেমা মালিনী বলেছিলেন, তিনি আর ধর্মেন্দ্র নাকি একসঙ্গে থাকেন না। আলাদা আলাদা বাড়িতে থাকেন। আর এবার, ধর্মেন্দ্র আর হেমার আলাদা থাকা নিয়ে মুখ খুললেন ববি দেওল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন, ধর্মেন্দ্র আর হেমা আলাদা আলাদা বাড়িতে থাকেন। তবে ববি দেওল আরও জানিয়েছেন, ধর্মেন্দ্র একা থাকেন না। তিনি তাঁর প্রথমা স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে আলাদা একটি বাড়িতে থাকেন। ববি দেওলের কথায়, 'বাবা একা থাকেন না। মা-ও ওখানেই থাকেন। বাবা আর মা একসঙ্গেই থাকেন। আর হেমা মালিনী থাকেন আলাদা বাড়িতে। বাবা একটু ফিল্মি, ওঁরা ফার্মহাউজে থাকতে পছন্দ করেন। ওঁরা একসঙ্গে ফার্মহাউজে থেকে একটু অবসরযাপন করতে ভালবাসেন। ওখানকার খাবার ভাল, ওখানকার আবহাওয়াও খুব সুন্দর। সব মিলিয়ে ওঁরা বেশ আরামেই থাকেন ওখানে। বাবা ওখানে স্বর্গসুখে থাকেন।
ববি দেওল এদিন তাঁর বাবার আবেগপূর্ণ দিকটা নিয়েও কথা বলেন। তিনি আরও বলেছেন, 'বাবা ভীষণ আবেগপ্রবণ, ভীষণ আবেগের কথা বলতে ভালবাসেন। কিছু কিছু সময়ে, বাবা যেন আবেগে ভেসে যান। অনেক আবেগপ্রবণ কথা লিখে ফেলেন বাবা, আমি যখন বলি, কেন এমন কথা লিখেছেন, উনি উত্তর দেন, আমার মন আমায় এইগুলো লিখতে বলেছে। ববি দেওল বলেন, প্রকাশ কৌর একেবারেই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। ববি দেওল বলেন, আমার মা-কে নিয়ে আমি কিছু শুনি না। কারণ মা একেবারেই প্রকাশ্যে আনতে চান না।