‘জব উই মেট’-এ তাঁরই হিরো হওয়ার কথা ছিল! বললেন এই নায়ক
ABP Ananda, Web Desk | 27 Jan 2017 03:02 PM (IST)
মুম্বই: আজ ৫০-এ পা দিলেন ববি দেওল। বেশ কয়েক বছর হল, হিন্দি ছবি থেকে হারিয়ে যাওয়া এই অভিনেতা আবার ফিরছেন বড় পর্দায়, শ্রেয়স তালপাড়ের সঙ্গে ‘পোস্টার বয়েজ’ ছবিতে। বাবা ধর্মেন্দ্র ও দাদা সানি দেওলের সঙ্গে বছর ছয়েক আগে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ করেছিলেন ববি। সেটাই তাঁর শেষ হিন্দি ছবি। দীর্ঘদিন ধরে চলা কেরিয়ারের খরা কাটানোর লক্ষ্যে দিনকয়েক আগে এক নাইট ক্লাবে ডিজেগিরি করতে যান। কিন্তু সেখানে শুধু নিজের পুরনো হিট ছবি ‘গুপ্ত’-এর গান চালানোয় তাঁকে নিয়ে তুমুল হাসাহাসি হয়। কেউ বলবে, এই ববিরই একটা সময় প্রচুর মহিলা ফ্যান ছিল! এক সময়ের অ্যাংরি ইয়ং হিরো ববি এবার মুখ খুলেছেন পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে তাঁর মন কষাকষি নিয়ে। জানা গেছে, ববি দাবি করেছেন, ইমতিয়াজের সুপার ডুপার হিট ‘জব উই মেট’-এ তাঁরই নায়ক হওয়ার কথা ছিল। প্রথমে নাকি ছবিটির নাম হওয়ার কথা ছিল ‘গীত’। ববিই নাকি প্রযোজক শ্রী আস্থাবিনায়ক ফিল্মসকে বলেছিলেন, নায়িকার চরিত্রে করিনা কপূরকে নিতে। কিন্তু পরে দেখা যায়, তিনিই ছবি থেকে বাদ, সে জায়গায় এসেছেন শাহিদ কপূর। কখন, কীভাবে তাঁর কেরিয়ারে উতরাই শুরু হল, জানেন না ববি। শুধু দেখেন, এমন একটা সময় এসেছে, যখন তাঁর হাতে একটার বেশি ছবি নেই। বিশেষ করে ‘আপনে’ ছবির পর থেকেই তাঁর কেরিয়ার পুরোপুরি থেমে যায় বলে তাঁর ধারণা।