কলকাতা: এবার পুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর সিনেমা 'বহুরূপী' (Bahurupi)। আর সেই ছবিরই মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আজ মুক্তি পেল সেই ছবিতে তাঁর লুক। এস.আই সুমন্ত ঘোষালের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
এই ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। এইব ছবির গল্প আবর্তিত হবে একটি ব্যাঙ্ক ডাকাতির গল্পকে ঘিরে। এই গল্পের হদিশ আগেই দিয়েছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। সত্যঘটনা নির্ভর এই ছবির প্রেক্ষাপট হচ্ছে ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। সেই সময়ের সমাজে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ওপর কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। শিবপ্রসাদ এই ছবি সম্পর্কে বলছেন, শুধু সিনেমা নয়, সমস্ত তথ্য দিয়ে তৈরি করা হচ্ছে একটি তথ্যচিত্রও। যাঁরা এই সমস্ত ঘটনার সাক্ষী, তাঁরা এখনও জীবিত। অনেকেই সশরীরে জবানবন্দী দিয়েছেন, সাহায্য করেছেন ছবির চিত্রনাট্য নির্মাণে। সেই সমস্ত মুহূর্তকেও ফ্রেমবন্দি করে রাখা হচ্ছে তথ্যচিত্রের জন্য, এমনটাই জানালেন শিবপ্রসাদ।
'বহুরূপী' নিয়ে শিবপ্রসাদ বলেছিলেন, 'মুক্তধারা ছবির শ্যুটিং চলাকালীনই এই বিষয়টা নিয়ে ছবি করার পরিকল্পনা হয়েছিল। সেটা বাস্তবায়িত হতে সময় লাগল ১১ বছর। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্নয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। আবীরের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় ছবি। ওকে 'প্রিন্স অফ পুজো' বলতে পারি। এর আগে 'দুর্গেশগড়ের গুপ্তধন', তারপরে 'রক্তবীজ' হিট হয়েছে পুজোতেই। পুজোর সময় আবীরের থ্রিলারধর্মী সিনেমা মানেই একটা বিশেষ আকর্ষণ। ঋতাভরীর সঙ্গে পরিচালক হিসেবে এটা আমাদের প্রথম কাজ। 'ফাটাফাটি'-র সুপারহিট জুটিকে ফিরিয়ে আনা কর্তব্য বলেই মনে হয়েছিল।'
এবার পুজোয় মুক্তি পাবে 'বহুরূপী', শীতে মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার অপর ছবি 'আমার বস'।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: 'হাসপাতালে আমার হাত ধরে...', ঋতাভরীর সঙ্গে OT-র অভিজ্ঞতা লিখলেন এক নার্স
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।