মুম্বই: সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে কিছুদিন আগেই এসে হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা 'মিস্টার পারফেকশনিস্ট' হিসেবে পরিচিত আমির খান (Aamir Khan)। সেখানেই তিনি এক অদ্ভুত উপলব্ধির কথা ভাগ করে নেন দর্শক ও অনুরাগীদের সঙ্গে। মুসলিম হওয়ায় এর আগেও বেশ কয়েকবার 'দেশদ্রোহী' তকমা জুটেছিল তাঁর কপালে। কিন্তু এবার ভারতীয় ঐতিহ্যের মাহাত্ম্য উপলব্ধি করলেন আমির। জানালেন নমস্কারের মধ্যেই লুকিয়ে আছে গভীর শক্তি। নমস্কারেই লুকিয়ে আছে অনেক মাহাত্ম্য।
নমস্কারের মাহাত্ম্য উপলব্ধি করেছেন আমির
কপিল শর্মা শো-তে আমির খান জানান যে, পঞ্জাবে 'দঙ্গল' এবং 'রং দে বসন্তী' ছবির শ্যুটিং করেছিলেন আমির খান। মূলত দঙ্গল ছবির শ্যুটিংয়ের সময় দু-মাস তাঁকে পঞ্জাবের একটা প্রত্যন্ত গ্রামে থাকতে হয়েছিল। ভোর ৫-৬টার সময় উঠে শুরু হত শ্যুটিং। আর সেই ভোরবেলাতেই আমির দেখতেন বহু মানুষ তাঁকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য ভিড় করে দাঁড়িয়ে আছেন। সকলেই তাঁকে (Aamir Khan) হাত জোড় করে নমস্কার জানাচ্ছেন। নমস্কার করে সকলেই তাঁকে 'সৎ শ্রী অকাল' বলতেন এবং রাত্রেও ঠিক একইভাবে শুভ রাত্রি জানাতেন তিনি। শ্যুটিং চলাকালীন গ্রামবাসীরা তাঁদের কোনওরকম অসুবিধার সৃষ্টি করেননি। এই প্রসঙ্গেই অভিনেতা বলেন যে, 'আমি মুসলিম হয়েও বুঝেছি যে নমস্কারের (Power of Namaste) মধ্যে একটা আলাদা মাহাত্ম্য আছে। একটা আলাদা শক্তি আছে। 'দঙ্গল' ছবির শ্যুটিংয়ের সময় দেখেছি সেখানকার মানুষেরা কেবল হাত জোড় করে অভিবাদন জানালেই খুশি।
কী জানালেন আমির
আমির (Aamir Khan) আরও জানান যে, মুসলিম পরিবারে বেড়ে ওঠার কারণে অন্যভাবে সম্বোধন করায় অভ্যস্ত ছিলেন আমির। তবে পঞ্জাবে গিয়ে দেখেছেন তিনি নমস্কারের ঠিক কী মাহাত্ম্য। ২০২২ সালে 'লাল সিং চড্ডা' ছবিতে শেষবার দেখা গিয়েছিল আমির খানকে। ঐ বছরই 'সালাম ভেঙ্কি' ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এরপর 'লাহোর ১৯৪৭' ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন আমির খান এবং সানি দেওল। রাজকুমার সন্তোষীর পরিচালনা এবং আমির খানের প্রযোজনায় আসতে চলেছে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'Shaitaan' OTT Release: বক্স অফিস কাঁপিয়ে এবার ওটিটিতে অজয়-মাধবনের 'শয়তান', কবে কোথায় মুক্তি?