নয়াদিল্লি: চলতি বছরের বড় মুক্তিগুলির অন্যতম অজয় দেবগণ (Ajay Devgn) ও আর মাধবন (R Madhavan) অভিনীত 'শয়তান' (Shaitaan)। প্রেক্ষাগৃহে দর্শকের মন জয়ের পর এবার এই ছবি আসবে আপনাদের হাতের মুঠোয়। বিকাশ বহেল (Vikas Bahl) পরিচালিত এই ছবি কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release) দেখা যাবে? 


প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে 'শয়তান'


বিকাশ বহেল পরিচালিত এই ছবি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা, জানকী বোড়িওয়ালাকে। এই ছবি মূলত গুজরাতি ছবি 'বশ'-এর বলিউড রিমেক, এবং বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। 


'শয়তান' ছবির হাত ধরে প্রথমবার অজয় দেবগণ ও আর মাধবন একসঙ্গে কাজ করলেন। ২০২৪ সালের এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের ব্যবসা করা ছবি এটি। তালিকায় প্রথম দুই স্থানে আছে 'ফাইটার' ও 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'। বিনোদন সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, এই ছবি ১৪৯.৪৯ কোটি টাকার ব্যবসা করেছে। এই সাফল্যের কথা মাথায় রেখেই এই ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে। 


এই সপ্তাহেই নেটফ্লিক্সে অজয় দেবগণ ও আর মাধবনের 'শয়তান' মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, ৩ মে, মধ্যরাতে অর্থাৎ রাত ১২টায় নেটফ্লিক্সে 'শয়তান' প্রিমিয়ার করা হবে। 


এবিপি লাইভের রিভিউ


এক ঝলকে ছবির কাহিনি খানিকটা এরকম। অজয় দেবগণ তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে নিজেদের ফার্মহাউজে ছুটি কাটাতে যাচ্ছে। রাস্তায় এক ধাবায় তাঁরা খাবার খেতে দাঁড়ায়। সেখানে মাধবন তাঁর মেয়েকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণ তাঁর বশে চলে যায়। এরপর মাধবন তাঁদের ফার্মহাউজে পৌঁছে যায় এবং তারপর যা হয় তা শিউরে ওঠার মতো। মাধবন তাঁদের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু তাতে মা-বাবার সায় থাকতে হবে, এবং কীভাবে মা বাবাও মেয়েকে দান করে দেয়। ওই পরিবারের ওপর প্রবলভাবে নির্যাতন চালাতে থাকে মাধবন এবং শেষ পর্যন্ত অজয় কীভাবে নিজের পরিবারকে বাঁচায়। এবার হিন্দি সিনেমা যখন সেখানে নায়কের জয় তো হবেই, ফলে পরিবারকে বাঁচাতে পারবে সে। এটাই ফিল্মের গল্প।


আরও পড়ুন: Indrajeet Bose: ফের বিয়ের সানাই বিনোদন জগতে! চুপিসাড়ে সাত পাকে বাঁধা পড়লেন ইন্দ্রজিৎ বসু, পাত্রী কে?


ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয়ে উপস্থিত হয়। মাধবনের প্রবেশের সঙ্গে সঙ্গে আঁচ করতে পারবেন যে এবার কিছু গণ্ডগোল হবে। এবং তা শুরু হতেই হতবাক হওয়ার জোগাড় হবে। সিট ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। মাধবন যে অজয়ের পরিবারের ওপর নির্যাতন করবে সেই প্রত্যেকটা দৃশ্য একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। ছবির প্রথমার্ধ ভীষণ টানটান। দ্বিতীয় ভাগে যতক্ষণ মাধবন ওদের বাড়িতে রয়েছেন ততক্ষণ গল্পও ঠিক রাস্তায় এগোয়, কিন্তু ছবি যত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে তত মনে হবে যে ভাল একটা রান্না হচ্ছিল, তাতে ভুল মশলা দিয়ে নষ্ট করে দেওয়া হল। কিছু দৃশ্য একেবারে অপ্রয়োজনীয় মনে হবে। মনে হতে পারে যে এত বড় শয়তানের সঙ্গে এমনটা কী করে হতে পারে। ফিল্মের ক্লাইম্যাক্স খানিক আলগা মনে হবে এবং যার ফলে একটা দুর্দান্ত ছবি 'ওয়ান-টাইম ওয়াচ' হয়ে থেকে যেতে পারে। ফিল্মে বারবার কালো জাদু ও বশীকরণের প্রসঙ্গ এসেছে এবং সেই সঙ্গে সতর্কবার্তা দেখানো হয়েছে যে এই ছবি এসব প্রচার করে না, কিন্তু গোটা ছবিটা তৈরিই হয়েছে এই বিষয়ের ওপর ভিত্তি করে, ফলে কালো জাদু আদৌ আছে কি না, সেই সিদ্ধান্ত দর্শকের ওপর রইল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।