সিমলা: বলিউডের বিশিষ্ট চরিত্রাভিনেতা আসিফ বসরার রহস্যময় মৃত্যু। আজ হিমাচল প্রদেশের কাংরা জেলায় ধর্মশালার ম্যাকলিয়ডগঞ্জের একটি বেসরকারি গেস্টহাউস থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৫৩।


এদিন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অভিনেতার দেহ উদ্ধার করা হয়। ফরেন্সিক ও পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তদন্ত চলছে। পুলিশের অনুমান, অবসাদে ভুগছিলেন এই অভিনেতা।


দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আসিফ। বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন আসিফ। তবে ছোট পর্দায় দাপুটে অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। পাশাপাশি, মঞ্চাভিনেতা হিসেবেও তাঁর নামডাক ছিল।






তাঁর অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য -- সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে 'কাই পো চে', রানি মুখোপাধ্যায়ের 'হিচকি', হৃতিক রোশনের 'কৃষ ৩', শাহিদ ও করিনা কপূরের 'জব উই মেট', অনুরাগ কাশ্যপের 'ব্ল্যাক ফ্রাইডে' ও সেফ আলি খানের 'কালাকান্ডি' অন্যতম।


পাশাপাশি, সাম্প্রতিককালে ওটিটি প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয় হয়েছিলেন। একাধিক ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। উল্লেখযোগ্য হটস্টার স্পেশাল সিরিজ 'হোস্টেজ'-এর আসঘর নবি নামক চরিত্রে অভিনয় করেন তিনি।


এছাড়া, আরেকটি জনপ্রিয় ওয়েব সিরিজ 'পাতাললোক'-এও তাঁকে দেখা গিয়েছিল। আমেরিকার জনপ্রিয় কমেডি ছবি 'আউটসোর্সড'-এ তাঁর অভিনয় দক্ষতা অনেকের নজর কাড়ে।


জানা গিয়েছে, গত ৫ বছর ধরে ম্যাকলিয়ডগঞ্জের ওই বাড়িতে ভাড়া থাকতেন আসিফ। সঙ্গে থাকতেন তাঁর এক বিদেশি বান্ধবীও।