ব্রিসবেন: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আসন্ন রবিবারই এই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মেলবোর্নে প্রায় এক লক্ষ দর্শকের উপস্থিতিতে ফের একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচে ভারতীয় তারকা ঋষভ পন্থের (Rishabh Pant) অংশগ্রহণ এখনই নিশ্চিত নয়। উইকেটকিপার হিসাবে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁর লড়াই দীনেশ কার্তিকের সঙ্গে। পন্থ একাদশে সুযোগ পাবেন কি না, তা সময় বলবে। তবে পাকিস্তান ম্যাচ ঘিরে পন্থের মধ্যে উত্তেজনার কোনও খামতি নেই।
ভিন্ন অনুভূতি
চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। দলের একাধিক তারকা পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখলেও, পন্থের কাছে এই ম্য়াচটা কিন্তু বিশেষ। তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামাটা বরাবরই একটা ভিন্ন অনুভূতির, কারণ এই ম্যাচ ঘিরে উন্মাদনাটাই পৃথক হয়। শুধুমাত্র আমরা খেলোয়াড়রা নই, সমর্থকদের মধ্যেও এই ম্যাচ ঘিরে বিশেষ অনুভূতি কাজ করে। এই ম্যাচে খেলার অনুভূতিটা আর পাঁচটা ম্যাচের মতো নয়। চারিদিকে দর্শকে পরিপূর্ণ থাকে মাঠ। এমন সময় সকলের মাঝে জাতীয় সঙ্গীত গাওয়াটা বরাবরাই আমায় উত্তেজিত করে।'
বিরাটের সঙ্গে ব্যাট
গত বছরের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল ভারত। সেই ম্যাচটা কোনও ভারতীয় সমর্থকই মনে রাখতে আগ্রহী হবেন না। তবে ওই ম্যাচেই পন্থ কিন্তু ৩৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। বিরাট কোহলির সঙ্গে মিলে ৫৩ রানের পার্টনারশিপও গড়েন তিনি। মেলবোর্নে ফের একবার কোহলির সঙ্গে ব্যাট করতে আগ্রহী ২৫ বছর বয়সি ভারতীয় তারকা। 'ওঁ (কোহলি) ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে ব্যাট করতে হয়, সেই বিষয়ে অবগত। এই বিষয়ে ওঁর সঙ্গে আলোচনা করলে ভবিষ্যতে আমাদেরই সুবিধা হবে। তাই ওঁর সঙ্গে ব্যাটিং করাটা বরাবরই দারুণ শিক্ষনীয়। ওঁর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে ব্যাট করতে পারাটা দারুণ সৌভাগ্যের।' মতামত পন্থের।
তবে রবিবার, ২৩ অক্টোবর মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত বলেই ঘোষণা করা হবে। অন্তত ৫ ওভার ম্যাচ হতেই হবে। বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। পণ্ড হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ার্ম আপ ম্যাচও। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, ২৩ তারিখ যেন প্রকৃতি বাদ না সাধে। যেন ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক লড়াই দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন: ভারত-পাক ডুয়েলে মজেছেন 'দ্য রক'