কলকাতা: ২০১৬’র ৮ নভেম্বর রাত ৮টায়, গোটা দেশ থেকে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। তারপর বেশ কিছুদিন, চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এটিএমের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চলে অপেক্ষা। ডিমনিটাইজেশনের এত বছর পরও এই নোট বদল নিয়ে নানা সময় নানা খবর উঠে আসে।
সম্প্রতি এমনই একটি খবর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে বলা হচ্ছিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ এবং ১০০০ টাকার পুরোনো নোট বদলে নতুন নিয়ম এনেছে। বছর দুয়েক আগেই আরবিআই গভর্নর জানিয়ে দিয়েছিলেন, ৫০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে না। ১০০০ টাকার নোটও ফিরিয়ে আনা হচ্ছে না। জনসাধারণকে অনুরোধ তাঁরা যেন কোনও গুজবে কান না দেন।
বর্তমানে এই নোট বদলের নিয়মের খবরটি চাঞ্চল্য সৃষ্টি করছে। কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়া নোট বদলানোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক-এর তরফে বলা হয়েছে-এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যে। RBI এমন কোনও ঘোষণা করেনি!
ফ্যাক্ট চেক-এ এও বলা হয়েছে, আর্থিক নিয়মকানুন এবং নোট সম্পর্কিত ঘোষণার জন্য RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটই একমাত্র নির্ভরযোগ্য উৎস। যাচাইকৃত তথ্যের জন্য, ভিজিট করুন- https://rbi.org.in
সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল। এর পর ৫০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেবে রিজ়ার্ভ ব্যাঙ্ক এমনও খবর ছড়ায়। তবে বাজারে আবার ১০০০ টাকার নোট ফিরিয়ে আনা হবে বলেও জল্পনা শুরু হয়েছিল, যদিও ৫০০ ও ১০০০ এর নোট নিয়ে যে খবর বাজারে ছড়িয়ে পড়ছে, তা ভুয়ো খবর এমনই দাবি করা হয়েছে।
এও বলা হয়েছে, কখনও যাচাই না করা মেসেজ ফরোয়ার্ড করবেন না। সতর্ক থাকুন এবং শুধুমাত্র বিশ্বস্ত সরকারী উৎস থেকে তথ্য শেয়ার করুন।