নয়াদিল্লি: সপ্তাহান্তেই ভারতের (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) দল ঘোষণা করা হয়েছে। সেই দলে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে সহ-অধিনায়ক থাকা শুভমন গিল বাদ পড়েছেন। চূড়ান্ত হতাশাজনক ফর্মের পরেই গিলকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হয়। গিল একা নন, এই গোটা বছরে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ফর্ম নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। ভারতীয় অধিনায়ক বিশ্বকাপ দলে সুযোগ পেলেও তাঁর জায়গা কিন্তু একেবারে সুনিশ্চিত নয়। 

Continues below advertisement

চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ১২৩.২-র স্ট্রাইক রেটে ১৯ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন। তাঁর আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এটাই তাঁর সবথেকে খারাপ মরশুম। অধিনায়ক হওয়ার সুবাদে তাঁকে বিশ্বকাপের দলে রাখা হলেও, সূর্যর জায়গা কিন্তু নিশ্চিত নয়। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী তিনি ফর্মে না ফিরলে কিন্তু ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কও দল থেকে বাদ পড়তে পারেন। 

পিটিআইয়ের রিপোর্টে দাবি করা হয়, 'সূর্য রান করা শুরু না করলে তিনি ভারতীয় সাজঘরে প্রাথমিকভাবে নিজের আওয়াজ হারাবেন এবং তারপরে দলে নিজের জায়গা। যাঁরা গৌতম গম্ভীরকে চেনেন, তাঁরা সকলেই জানেন ওঁর কাছে জেতাটাই সবকিছু নয়, বরং জেতাটাই একমাত্র বিকল্প। আজকে গিল (দল থেকে বাদ) পড়েছেন, কাল সূর্যকুমারও হতে পারেন।'

Continues below advertisement

প্রসঙ্গত, ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমনকে। তাঁর পরিবর্তে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। বাড়তি ব্যাটার হিসাবে ফেরানো হয়েছে কেকেআর তারকা রিঙ্কু সিংহকে। চমকের এখানেই শেষ নয়। দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ছেঁটে ফেলা হয়েছে জিতেশ শর্মাকে। নেওয়া হল সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থেকে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করা ঈশান কিষাণকে। একটা সময় মনে করা হয়েছিল, রিঙ্কু ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনকে রাখা হবে। কিন্তু দুজনকেই রাখা হল বিশ্বকাপের দলে।

এবার অপেক্ষা বিশ্বকাপ শুরুর। ঘরের মাঠে আরও এক বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে প্রত্যাশা কিন্তু একেবারে পাহাড়প্রমাণ। সেই প্রত্যাশাপূরণ হয় কি না, সেটাি দেখার বিষয় হতে চলেছে।

টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।