নয়াদিল্লি: প্রায় তিন দশক হতে চলল। কিন্তু এখনও একইভাবে প্রাসঙ্গিক শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge) বা অনুরাগীরা যে সিনেমাকে DDLJ বলতে বেশি পছন্দ করেন। এবার এই ছবি স্বীকৃতি পেল 'দ্য অ্যাকাডেমি'র (The Academy) অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।


'দ্য অ্যাকাডেমি'র অফিসিয়াল হ্যান্ডলে 'মেহন্দি লগাকে রখ না'


সম্প্রতি নিজেদের প্রোফাইলে DDLJ-এর জনপ্রিয় গান 'মেহেন্দি লগাকে রখ না' পোস্ট করে 'দ্য অ্যাকাডেমি'। যা দেখে এক অনুরাগীর মন্তব্য 'অস্কারও এখন শাহরুখ খানের ফ্যান'। যে গানটি শেয়ার করা হয়েছে, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সেই গানে দেখা গিয়েছে শাহরুখ খান ও কাজলকে, এবং তাঁদের সঙ্গে অবশ্যই অমরিশ পুরী, ফরিদা জালালকেও। 


আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' বলিউডের সর্বকালীন ব্লকবাস্টার ছবি, যে ছবির হাত ধরে রাতারাতি তারকার পদে উন্নীত হন শাহরুখ খান ও কাজল দুজনেই। এই ছবি পৃথিবীতে সবচেয়ে বেশি দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত ছবি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির রত্ন এই ছবি। 'যশ রাজ ফিল্মস' যে অজস্র ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে দর্শকদের, সেই মুকুটের উজ্জ্বলতম রত্ন এই ছবি। 


 






এদিন ওই জনপ্রিয় গানের অংশ পোস্ট করে অস্কারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'শাহরুখ খান ও কাজল ১৯৯৫ সালের 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবির ক্লাসিক গান 'মেহন্দি লগাকে রখ না'য় পারফর্ম করছেন।' তাঁদের পোস্টে ভালবাসা জানিয়েছে 'যশ রাজ ফিল্মস'। অজস্র কিং খান অনুরাগীও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


আরও পড়ুন: Debasree Roy: কেমিস্ট্রি মাসি আমার কাছে ঘরে ফেরার আনন্দ


প্রসঙ্গত ২০২৩ সাল শাহরুখের (Shah Rukh Khan) কাছে 'কামব্যাক ইয়ার' বলা চলে। এই বছরেরই শেষের দিকে মুক্তি পায় 'ডাঙ্কি'। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে প্রথম কাজ শাহরুখ। বক্স অফিসে ঝড় তোলার মাঝেই শোনা যায় 'ডাঙ্কি'কে অস্কারের মঞ্চে মনোনয়নের জন্য পাঠানো হতে পারে। এই ছবিটি অস্কারে পাঠানো হলে, এ নিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি অস্কারে পাঠানোর হ্যাটট্রিক সম্পূর্ণ হবে। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিটিও অস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।