জয়পুর: রাজস্থানের চিতোরগড়ে নিজের বাড়ি ফেরার পথে সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জিতু ভার্মা। তাঁর ডান চোখে ভালরকম আঘাত লেগেছে। আশঙ্কা করা হচ্ছে, তিনি ওই চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন। জিতু ভার্মা বলিউডে চেনা মুখ, ববি দেওল-প্রীতি জিন্টার সোলজার ছবিতে ভিলেন জোজোর চরিত্রে অভিনয় করেন তিনি। জয়পুর থেকে গাড়ি করে তিনি আবু পাহাড় যাচ্ছিলেন, পথে তাঁর গাড়িতে হামলা চলে। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে তাঁর ডান চোখে কাচ ঢুকে যায়। মুম্বইয়ে নিয়ে এসে তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
জিতুর দাদা মনোহর এয়ারলিফট, মাদ্রাজ কাফে, নীরজা-র মত ছবির অ্যাকশন ডিরেক্টর। তিনি জানিয়েছেন, চিতোরগড়ের কাছে ৪০ কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। জিতু চালকের পাশের আসনে বসে ছিলেন। তখন দিনের বেলা, তাঁদের গাড়িতে হামলা চলে। আচমকা কয়েকজন স্থানীয় লোক বেরিয়ে এসে গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করে। চালক গাড়ির গতি বাড়িয়ে দিলেও হামলা এড়াতে পারেননি। পাথরের আঘাতে উইন্ডস্ক্রিন ভেঙে যায়, আঘাত লাগে জিতুর চোখে। চোখ থেকে দরদর করে রক্ত বার হতে থাকে, তখন চালক কোনওক্রমে গাড়ি নিয়ে নিরাপদ জায়গায় এসে পৌঁছন।
আহত জিতুকে প্রথমে জয়পুরে নিয়ে আসা হয়, সেখান থেকে মুম্বইতে। ওয়াডালা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ডান চোখে ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে, তবে সার্জন জানিয়েছেন, তাঁর ভুরু ফেটে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রেটিনা। ডান চোখে তিনি আর কখনও দেখতে পাবেন কিনা, ঠিক করে বলা যাচ্ছে না।