মুম্বই: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়ে যাঁর বলিউডে ডেবিউ হয়। প্রথম ছবি থেকেই দর্শকদের সুনজরে পড়ে যান অভিনেতা। এরপর একে একে অভিনয় করেন 'পেয়ার কা পঞ্চনামা টু', 'সোনু কি টিটু কি সুইটি', 'লুকা ছুপি', 'পতি পত্নী অউর উও', 'লভ আজ কল টু' এবং আরও অনেক ছবিতে। নতুন প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। পাশাপাশি 'পেয়ার কা পঞ্চনামা টু' ছবিটি তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কারও। সেই কার্তিক আরিয়ানকেই ঘিরে ধরল পাঁচ-পাঁচটি কুকুর। কী হল তারপর? কী করলেন অভিনেতা?


আরও পড়ুন - Big Boss 15: কাচের ঘরের রানি বলে কটাক্ষ সলমনের, কী উত্তর দিলেন ক্ষুব্ধ শমিতা?


অভিনয়ের পাশাপাশি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পশু প্রেমের কথা অজানা নয় অনুরাগীদের। অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে সেখানে প্রায়শই কুকুরদের সঙ্গে তাঁর নানান ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়। কখনও তিনি প্রিয় পোষ্যকে কোলে নিয়ে আদর করার ছবি পোস্ট করেন। তো কখনও পোষ্যর সঙ্গে খেলার ছবি। এবারও তেমনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর প্রিয় পোষ্যদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। যে ভিডিওতে দেখা যাচ্ছে সোফার সামনে বসে রয়েছেন কার্তিক আরিয়ান। আর সোফার উপরে পাঁচটি কুকুর তাঁকে ঘিরে ধরে রয়েছে। খেলাচ্ছলে আদরে ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে। আর এমন একটি মিষ্টি ভিডিও পোস্ট করে 'লুকা ছুপি' অভিনেতা কার্তিক আরিয়ান ক্যাপশনে লিখেছেন, 'আসল ভালোবাসা'। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে পোষ্যদের সঙ্গ কতটা উপভোগ করছেন অভিনেতা। অভিনেতার পোস্ট করা মজাদার এই ভিডিও দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 



প্রসঙ্গত, এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কার্তিক আরিয়ান। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'ভুলভুলাইয়া টু'। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তাঁকে দেখা যাবে 'ধামাকা', 'ফ্রেডি', 'শেহজাদা'-র মতো বেশ কয়েকটি ছবিতে।