চলচ্চিত্রকার অশোক পণ্ডিত টুইট করে জানান, গত চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। অবশেষে মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ায় মৃত্যু হয় নীরজের। আজ বিকেল তিনটেয় শেষকৃত্য সম্পন্ন হবে সান্তাক্রজ পশ্চিমে। কয়েক বছর আগে মারা যান নীরজের স্ত্রী, তাঁদের কোনও সন্তান নেই।
বৃহস্পতিবার ভোর চারটের সময় মৃত্যু হয় নীরজের। নীরজকে নিজের ভাই এবং বন্ধু বলে সম্বোধন করে ফিরোজ বলেন, তাঁর শরীর ভালই হচ্ছিল। কিন্তু আচমকা গত শুক্রবার শরীর খারাপ হয়ে যায়। হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হলেও, অবস্থার কোনও উন্নতি আর হল না।
বহু ছবিতে অভিনয় করেছেন নীরজ। তাঁর প্রথম ছবি কেতন মেহতার হোলি। সেখানে তিনি আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন। শাহরুখ খানের সঙ্গে টিভি শো সার্কাসেও অভিনয় করেছেন নীরজ।
আমিরের ছবি রঙ্গিলার সংলাপ লিখেছিলেন নীরজ। তাঁর নির্দেশনায় একাধিক হিট ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন অক্ষয় কুমার। তারমধ্যে রয়েছে খিলাড়ি ৪২০, হেরা ফেরির সিকুয়েল ফির হেরা ফেরি। অভিনয় করেছেন দৌড়, ওয়েলকাম ব্যাক, কম্পানি, পুকার, রঙ্গিলা, সত্য, বাদশা, মন। চিত্রনাট্য লিখেছেন অকেলে হাম অকেলে তুম, চোরি চোরি চুপকে চুপকের মতো ছবিতে।
নীরজের মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের।