কোনও ডুপ্লিকেট সঞ্জয় দত্ত নন, ইনি রণবীর কপূর!
শুধু তাই নয়, সঞ্জয়ের মতো কপালে টিকাও লাগাচ্ছেন রণবীর, যাতে তাঁর মতো লুক পাওয়া যায়। (ছবি-মানব মঙ্গলানী)
ছবিগুলি এক ঝলকে দেখলে মনে হতেই পারে যে আপনি ডুপ্লিকেট সঞ্জয় দত্তকে দেখছেন। (ছবি-মানব মঙ্গলানী)
ছবিতে রণবীরকে দেখা যায় সঞ্জয় দত্তের মতো পোজ দিতে। (ছবি-মানব মঙ্গলানী)
বলিউড তারকা সঞ্জয় দত্তের ওপর নির্মীয়মাণ বায়োপিকে নামভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। রাজকুমার হিরানির পরিচালনায় তৈরি হওয়া এই ছবির জন্য প্রচুর খাটতে হচ্ছে রণবীরকে। এটা যে কোনও কথার কথা নয়, তার প্রমাণ এই ছবিগুলি। যা দেখলে, আপনারাও অবাক হয়ে যাবেন এটা ভেবে যে সঞ্জয়ের ভূমিকা ঠিকঠাক করতে কতটা কসরত করতে হচ্ছে রণবীরকে। (ছবি-মানব মঙ্গলানী)
পরিচালক রাজকুমার হিরানি চাইছেন, যাতে রণবীরকে একেবারে সঞ্জয়ের মতো দেখতে লাগে। (ছবি-রণবীর কপূর ফ্যান ক্লাব)
শুধু মুখের ভাবই নয়, সঞ্জয়ের মত পেশীবহুল শরীর তৈরি করতেও হয়েছে রণবীরকে। (ছবি-রণবীর কপূর ফ্যান ক্লাব)
এই ছবিতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন। (ছবি-রণবীর কপূর ফ্যান ক্লাব)
এই বায়োপিকে ভিকি কৌশল, অনুষ্কা শর্মা ও সোনম কপূরও অভিনয় করছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া)
ছবিতে রণবীরের এই লুকের অন্যান্য ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। (ছবি-রণবীর কপূর ফ্যান ক্লাব)