মুম্বই: গুরুতর অসুস্থ সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। কিডনিতে সংক্রমণ হয়েছে তাঁর। কিন্তু পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। ডায়ালিসিস সহ-অন্যান্য চিকিৎসার খরচ তাঁদের পক্ষে চালানো প্রায় অসম্ভব। পরিবারের তরফে ইন্ডাস্ট্রির নামী অভিনেতা সহ বিভিন্ন মহলে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। করোনা ভাইরাসের জেরে গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল৷ তার ধাক্কা মুম্বইতেও। ইন্ডাস্ট্রির ফিল্ম ও সিরিয়ালের অভিনেতা ও কলাকুশলীদের সমস্যা তীব্র হচ্ছে। কখনও জানা যাচ্ছে অক্ষয় কুমারের সহ-অভিনেতা সবজি বিক্রি করছেন, কখনও শোনা যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী রাখি বানাচ্ছেন। কখনও বা সিরিয়াল অভিনেতা আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর এবার অনুপম শ্যামের খবর।
অনুপম শ্যামের দাদা অনুরাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দাদাকে ডায়ালিসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরই অবনতি হতে শুরু করে অবস্থার। তাঁকে আইসিইউতে নেওয়া হয়। ৬২ বছর বয়সি এই অভিনেতাকে আইসিইউতে ভর্তির পরই সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে সাহায্যের আশ্বাস দেন মনোজ বাজপেয়ী। বিষয়টি জানানো হয়েছে আমির খান এবং সোনু সুদকেও। সোনু ইতিমধ্যেই অসুস্থ অভিনেতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে এক শুভানুধ্যায়ীর ট্যুইটের জবাবে লিখেছেন, ওদের সঙ্গে যোগাযোগ রাখছি!

হিন্দি সিরিয়াল ও সিনেমায় নানা ডার্ক শেডের চরিত্রে পাওয়া গিয়েছে অনুপমকে। ফিল্মে তাঁর অভিষেক হয় শ্যাম বেনেগাল পরিচালিত 'সরদারি বেগমে' ছবিতে। এরপর ‘সত্য’ ‘দিল সে’, ‘দস্তক’, ‘কাচ্চে ধাগে’, ‘পাপ’, ‘জখম’, ‘দুশমন’, ‘গোলমাল’, ‘হল্লা-বোল’, ‘ওয়ান্টেড’ , ‘নায়ক- দ্য রিয়েল হিরো’ ইত্যাদি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। উল্লেখ্য, ‘ব্যান্ডিট ক্যুইন’, ‘লগান’, অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর মতো বহু আলোচিত ছবিতেও তাঁকে পাওয়া গিয়েছে।
বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অনুপম শ্যাম। এর মধ্যে ‘কিউকি’, ‘জিনা ইসিকা নাম হ্যায়’, ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’, ‘ডোলি আরমানো কি’ বিশেষভাবে উল্লেখ্য। ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’য় সজ্জন সিংয়ের চরিত্রে অভিনয় তাঁকে আলাদা প্রতিষ্ঠা দেয়। টিভিতে তিনি শ্যাম বেনেগালের পরিচালনায় ‘অমরাবতি কি কথা’-তেও কাজ করেছেন একসময়ে। এহেন নামী, পরিচিত, প্রতিষ্ঠিত সিনিয়র অভিনেতা আইসিইউতে ভর্তি রয়েছেন কিডনির সংক্রমণ নিয়ে, আর তাঁর পরিবারকে দোরে দোরে ঘুরতে হচ্ছে চিকিৎসার খরচ যোগাড় করার জন্য, এই চিত্র আরও একবার টিনসেল টাউনের প্রকৃত অবস্থাটা সামনে নিয়ে এল।