নয়াদিল্লি: বছর শেষে বড় ঘোষণা সোনু সুদের (Sonu Sood)। তাঁদের অনুরাগীদের উত্তেজনা নিরসন করে নিজের আগামী ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা। নতুন বছরে মুক্তি পেতে চলেছে অ্যাকশন থ্রিলার ছবি 'ফতেহ' (Fateh)। বৃহস্পতিবারই ছবির কথা ঘোষণা করেন অভিনেতা ও ছবি নির্মাতারা।


অভিনন্দন গুপ্তর পরিচালনায় ও জি স্টুডিওসের প্রযোজনায় মুক্তি পাবে 'ফতেহ'। অভিনন্দন গুপ্ত এর আগে 'বাজিরাও মস্তানি' ও 'শমশেরা' ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন।


৪৮ বছর বয়সী অভিনেতা 'দাবাং', 'সিম্বা' ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতার কথায় এই ছবির সঙ্গে কাজ করতে পেরে তিনি রোমাঞ্চিত। 


 






এক বিবৃতিতে সোনু সুদ বলেন, 'গল্পটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছিল। এটা অন্যতম প্রয়োজনীয় একটি বিষয় যাতে আমাদের মন দেওয়া প্রয়োজন। স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গেই আমি স্থির করি এই প্রজেক্টের অংশ হতে চাই। দর্শকদের কাছে এই চিন্তা-উদ্রেককারী ছবি আনতে আমি খুবই উত্তেজিত।'


'ফতেহ' ছবিটি জি স্টুডিওজ ও শক্তি সাগর প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হবে। ২০২২ থেকে শুরু হবে শ্যুটিং। এছাড়া যশ রাজ ফিল্মসের পরবর্তী ছবি 'পৃথ্বীরাজ'-এ দেখা যাবে সোনু সুদকে।