মুম্বই: হিন্দি ছবির জগতে অন্যতন সফল অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত জীবনে আর পাঁচ জনের মতোই তিনি। তারকা হওয়ার দরুণ প্রচারের আলো যেমন উপভোগ করেন, তেমনই পরিবারের সঙ্গে থাকলে ভুলে যান সবকিছু। মুম্বইয়ে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোয় আবারও সেই রূপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। (Kajol Attends Durga Puja)
নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ানগরীর বুকে একটুকরো বাঙালি পাড়া গড়ে উঠেছে। এর নেপথ্যে মুখোপাধ্যায়দের ভূমিকা অনস্বীকার্য। যে কারণে ওই পুজোকে মুখোপাধ্যায়দের পুজোও বলেন অনেকে। সেই অর্থে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো কাজলের বাড়ির পুজো। প্রতি বছরই সেখানে নিয়ম করে হাজিরা দেন কাজল। পুজোপাঠ, অঞ্জলি দেওয়ার পাশাপাশি খাবার পরিবেশনেও অংশ নেন। (Durga Puja 2023)
এবারেও তার অন্যথা হল না। শুক্রবার, ষষ্ঠীর সন্ধেয় পুজোমণ্ডপে পৌঁছে যান কাজল। হলুদের উপর কাজ করা শাড়ি, টিপ, ঝোলা দুল এবং টানটান করে খোঁপা বেঁধে পুজোয় হাজির হন তিনি। বোন শর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে মণ্ডপে বসে পড়েন। পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুরোহিতকে। তার পর টুকরো আলাপচারিতা সেরে নেন পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে। তার ফাঁকে ফোনো কথাও বলতে দেখা যায় তাঁকে।
শুধু পুজোয় অংশ নেওয়া নয়, কাঁসরও বাজাতে দেখা যায় কাজলকে। গোটা সময় তাঁর পাশে ছিলেন শর্বাণী। শর্বাণীর পরনে ছিল গাঢ় সবুজ রংয়ের শাড়ি। তবে কাজলের আর এক খুড়তুতো বোন রানি মুখোপাধ্যায়কে শুক্রবার পুজোমণ্ডপে দেখা যায়নি। আগামী দিনে তাঁকেও সেখানে দেখা যেতে পারে। কাজল এবং রানি, দু’জনই প্রতি বছর বাড়ির পুজোয় অংশ নেন। গোটা মুখোপাধ্যায় পরিবার একত্রিত হন।
একা তো যানই, এর আগে, ছেলে-মেয়ে এবং স্বামী অজয় দেবগণেকও নিয়েও পুজোয় হাজির হতে দেখা গিয়েছে কাজলকে। পুজোয় খাবার পরিবেশন করাও রীতি হয়ে গিয়েছে কাজলের। গতবছর ছেলে যুগও সেই কাজে মাকে সাহায্য করে। পরে রানির সঙ্গে সিঁদুর খেলাতেও অংশ নেন। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।