মুম্বই: ফের শিরোনামে ফারহান আখতারের (Farhan Akhtar) 'জি লে জরা' (Jee Le Zaraa)। ঘোষণার সঙ্গে সঙ্গেই নজর কেড়েছিল এই ছবি, কারণ স্টারকাস্ট। আলিয়া ভট্ট (Alia Bhatt), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) একসঙ্গে এক পর্দায় দেখা যাওয়ার কথা ছিল এই ছবির হাত ধরে। অভিনেত্রীদের নিজেদের অভিনয় দক্ষতা, সেই সঙ্গে ফারহান আখতারের পরিচালনা, সব মিলিয়ে দর্শক নিশ্চিত ছিলেন ছবি ব্লকবাস্টার হিট হবে। 'জিন্দেগি না মিলেগি দোবারা'র পর তিন মহিলা বন্ধুর রোডট্রিপ নিয়ে ছবির আশায় বুক বাঁধছিলেন দর্শক। তবে এই ছবির কাজ এখনও শুরু হয়নি। প্রসঙ্গত, একাধিকবার এই প্রজেক্ট পিছিয়ে দেওয়ার খবর এসেছে প্রকাশ্যে। এখন শোনা যাচ্ছে ছবির কাস্ট থেকে সরে আসছেন প্রিয়ঙ্কা চোপড়া। 


'জি লে জরা' থেকে সরে আসছেন প্রিয়ঙ্কা?


'জি লে জরা' ছবির অন্যতম ইউএসপি হচ্ছে তার স্টারকাস্ট। প্রথম সারির এই তিন বলিউড অভিনেত্রীকে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। কিন্তু সূত্রের খবর, পরিচালক ও অভিনেতা ফারহান আখতার ছবির কাজ পিছিয়ে দিয়েছেন। এবং এখন শোনা যাচ্ছে যে এবার ফারহানের সঙ্গ ছাড়ছেন 'দেশি গার্ল'ও। ছবি থেকে সরে আসছেন প্রিয়ঙ্কা চোপড়া। 


এক জাতীয় বিনোদন সংস্থা অনুযায়ী, প্রিয়ঙ্কা চোপড়া এই ছবি থেকে সরিয়ে এনেছেন নিজেকে। শোনা যাচ্ছে তাঁর বদলে ওই চরিত্রে দেখা যেতে পারে কিয়ারা আডবাণী বা অনুষ্কা শর্মাকে। এখনও এই খবরের কোনও নিশ্চয়তা না থাকলে অনুরাগীরা একপ্রকার ঠিকই করে নিয়েছেন যে প্রিয়ঙ্কার বদলে ওই চরিত্রে মানাবে অনুষ্কাকেই। আবার অনেক অনুরাগীও দীপিকা পাড়ুকোনের নামও নিচ্ছেন। প্রসঙ্গত, ছবির কাজ বারবার পিছিয়ে যাওয়ার কারণেই সরে এসেছেন প্রিয়ঙ্কা, খবর এমনই। 


ফের পিছিয়ে গেল 'জি লে জরা'?


কিছু দিন আগেই বলিউডের ঘনিষ্ঠ সূত্র মারফত শোনা যায়, এই ছবির কাজ বারবার পিছিয়ে যাচ্ছে কারণ অভিনেত্রীদের নিজেদের অন্যান্য ছবির কাজ রয়েছে। হলিউডে কাজের জন্য প্রিয়ঙ্কা চোপড়া ২০২৩ সালে কোনও শ্যুটিং ডেট দিতে পারেননি বলে খবর। তিনি ফারহানকে ২০২৪ সালে শ্যুটিং করার কথা বলেন। পরিচালক রাজি হলেও আলিয়া ভট্ট ইতিমধ্যেই 'রামায়ণ'-এর শ্যুটিং করার কথা দিয়ে ফেলেছেন। ফলে আগামী বছর আলিয়া ব্যস্ত। কোনও তারিখই যখন ঠিক করা যায়নি, তখন ফের ছবির কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ফারহান। 


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?


প্রসঙ্গত, ২০২১ সালের অগাস্ট মাসে 'জি লে জরা'র ঘোষণা করেন ফারহান আখতার। কিন্তু সেই থেকে বারবারই ছবির কাজ পিছিয়ে যায় কারণ তিন তারকার একসঙ্গে কোনও তারিখ পাওয়া যায়নি। এমনকী ব্যক্তিগত জীবনেও প্রত্যেকেই ব্যস্ত ছিলেন। প্রিয়ঙ্কা চোপড়ার কোলে আসে তাঁর কন্যা মালতী মেরি। আলিয়া ভট্ট ও ক্যাটরিনা কাইফ বিয়ে সারেন। আলিয়াও মা হন গত বছর। 


যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে 'জি লে জরা' প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া বলেন, 'সকলেই এই ছবির আপডেটের অপেক্ষায়। আশা করছি সামনের বছর হবে। আমি জানি না, তবে মনে হয় আমি আলিয়া ও ক্যাটরিনা - তিনজনেই আমাদের জীবনের সবচেয়ে ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial