নয়াদিল্লি: গায়ের রং দুধসাদা না হওয়ায় প্রত্যাখ্য়ান সইতে হয়েছে। বলিউড অভিনেত্রী বাণী কাপূর এমনই খোলসা করলেন। জানালেন, স্রেফ গায়ের রং ফর্সা নয় বলে ছবি হাতছাড়া হয়েছে তাঁর। বিনোদন জগতে সৌন্দর্যের যে তথাকথিত মাপকাঠি, তা নিয়ে নিজের মতামত তুলে ধরলেন নায়িকা। (Vaani Kapoor)
বাণী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মুখের কথা নয়। বিশেষ করে যদি বাইরের দুনিয়া থেকে আনকোরা কেউ এসে পড়েন, তাঁকে বিস্তর টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়। সিলভারস্ক্রিনের মাধ্যমে গোটা দেশকে বার্তা দেওয়া কাজ যে ইন্ডাস্ট্রির, সেখানেই সৌন্দর্যের অবাস্তব মাপকাঠি রয়েছে। (Bollywood News)
গায়ের রং নিয়ে তাঁকেও হেনস্থা হতে হয় বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন বাণী। জানিয়েছেন, এক পরিচালক তাঁকে ছবি থেকে বাদ দিয়েছিলেন গায়ের রং দুধসাদা নয় বলেই। এমনকি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্য নয় বলে তাঁকে জানান এক চিত্রনির্মাতা।
বাণীর কথায়, “মুখের উপর না বললেও, অন্যের মাধ্যমে আমার কাছে বার্তা এসে পৌঁছয়। একজন চিত্রনির্মাতা একবার বলেন, একটি চরিত্র পাওয়ার জন্য় যা প্রয়োজন, ততটা ফর্সা নই আমি। উনি বলেছিলেন, আমি দুধসাদা ফর্সা নই।”
কিন্তু প্রত্যাখ্যান সত্ত্বেও তিনি নিজে কখনও হীনম্মন্যতায় ভোগেননি বলে দাবি বাণীর। তাঁর বক্তব্য, “আমি নিজেকে বুঝিয়েছিলাম। বলেছিলাম, অভিনয়ের জন্য যদি এটাই (গায়ের রং) মাপকাঠি হয়, ওই ছবিতে কাজ করতে চাই না আমি। উনি দুধসাদা বা ফেয়ার অ্যান্ড লাভলি নায়িকা খুঁজে নিন। নিজের জন্য ভাল চিত্রনির্মাতা খুঁজে নেব আমি। অনেক আগে এই ঘটনা ঘটে। ওই চিত্রনির্মাতা মুম্বইয়েরও নন।”
শুধু গায়ের রং নিয়েই নয়, শরীর নিয়ে এখনও তাঁকে সমালোচনার শিকার হতে হয় বলে জানিয়েছেন বাণী। তাঁর বক্তব্য, “অনেকেই বলেন, ওজন বাড়ানো উচিত আমি। কারণ মানুষ নাকি কাঠখোট্টা নারী শরীর পছন্দ করেন না। কিন্তু আমার তো নিজেকে এভাবেই পছন্দ! আমি নিজেকে পাল্টাতে চাইনি। আমি ফিট, সুস্থ। এসব কথা সাধারণত মনে দাগ কাটে না। এসব ভাল উপদেশ বলেও মনে হয় না আমার। আমার নিজেকে ঠিক মনে হয়। নিজে যেমন, সেভাবেই নিজেকে পছন্দ করি।”
এর আগে, অভনেত্রী তমন্না ভাটিয়াও ইন্ডাস্ট্রিতে সৌন্দর্যের মাপকাঠি নিয়ে মুখ খুলেছিলেন। এমনকি অনুরাগীরাও যে তাঁকে ‘মিল্কি বিউটি’ বলে ডাকেন, সেই নিয়ে তীব্র আপত্তি জানান তমন্না। বাণীকেও বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এমনকি প্রথম ছবির পর তিনি নাক ও থুতনিতে অস্ত্রোপচার করিয়েছেন বলেও দাবি ওঠে। সেই নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি নায়িকাকে।