নয়াদিল্লি: 'লতা দীননাথ মঙ্গেশকর' পুরস্কার (Lata Deenanath Mangeshkar Award) পেলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। অভিনয় জগতে তাঁর অবদানের জন্য এই বিশেষ সম্মান পেলেন তিনি। এদিনের অনুষ্ঠানে যে শাড়ি পরে তিনি পুরস্কার গ্রহণ করলেন সেই শাড়িটা তাঁকে সুরসম্রাজ্ঞীই উপহার দিয়েছিলেন। ভাগ করে নিলেন স্মৃতি। 


'লতা দীননাথ মঙ্গেশকর' পুরস্কার পেলেন বিদ্যা বালান


এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিদ্যা বালান বলেন, 'কয়েক বছর আগে, একটা ফিল্ম সেরিমনিতে লতাজির (Lata Mangeshkar) পিছনে বসার সুযোগ হয়েছিল এবং গোটা সন্ধ্যা জুড়ে ওঁর দিকে মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই ছিলাম। মনে হয় কেউ পরে ওঁকে এই সম্পর্কে বলেছিলেন এবং এক সপ্তাহ পরে, উনি আমাকে এই শাড়িটি পাঠিয়ে দেন যেটা আমি আজ পরেছি। ওঁকে ফোন করে ধন্যবাদ জানাই। ফোনে ওঁর কোকিল কণ্ঠ শোনার সুযোগ হয় আমার, হৃদয়ের অন্তর থেকে ওঁকে ধন্যবাদ জানাই, এবং বলি, 'এই শাড়িটা পরে আপনার সঙ্গে দেখা করব'। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠেনি... হয়তো সেই কারণেই আজ এখানে আসার জন্য আমাকে বেছে নেওয়া হয় এবং ওঁর আশীর্বাদ পাওয়ার গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি।' এই কথা বলে, পোডিয়ামের পিছন থেকে সরে সকলের সামনে আসেন তিনি যাতে দর্শক সেই সুন্দর শাড়িটা দেখতে পারেন। 


বিদ্যা বালান আরও বলেন, 'আমার কর্মজীবনে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার নেওয়ার সুযোগ হয়েছে আমার আর সেগুলো আমি আমার কাজের প্রশংসা হিসেবেই ভেবে এসেছি, কিন্তু আজকের এই পুরস্কার আমার কাছে সম্মান।'


কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকেও সম্মানিত করা হয়। ৮৯ বছর বয়সী শিল্পী বলেন, 'এটি আমার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, কিন্তু লতা দিদি যদি এখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতেন আরও ভাল লাগত।' পাঁচ মঙ্গেশকর ভাইবোনের তৃতীয় বোন আশা ভোঁসলে এদিন তাঁর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের তৈরি মরাঠি গান 'মোগারা ফুলালা' গাইলেন। এই গানটি আসলে লতা মঙ্গেশকরের গাওয়া। 


 



আরও পড়ুন: Shah Rukh Khan Viral: 'ডাঙ্কি'র শ্যুটে কাশ্মীরে শাহরুখ খান, পেলেন আন্তরিক অভ্যর্থনা, ভাইরাল ভিডিও


শিল্পীর পরিবার এবং মঙ্গেশকর ফ্যামিলি ট্রাস্ট লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরস্কারের সূচনা করে। লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে মারা যান। 'লতা দীননাথ মঙ্গেশকর' পুরস্কার প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি দেশ, দেশের জনগণ এবং সমাজের প্রতি বিশেষ অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কারের প্রথম প্রাপক।