মুম্বই: আজ ৫ সেপ্টেম্বর। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস (Teachers Day 2021)। শিক্ষক। মা-বাবার পরই যাঁরা সু-শিক্ষা দিয়ে আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে এবং সুচরিত্রের অধিকারী হয়ে উঠতে পথ প্রদর্শক হিসেবে এগিয়ে নিয়ে চলেন। আজ তাই সারা দেশে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে শিক্ষক দিবস। সাধারণ মানুষের মতো শিক্ষক দিবস পালন করছেন বলিউড সেলিব্রিটিরাও। আজকের এই বিশেষ দিনে তাঁরাও তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।


ছুটির দিন রবিবার সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে তারকাদের শিক্ষক দিবস উদযাপনে। মাধুরী দীক্ষিত থেকে অঙ্গদ বেদী, মহেশবাবু কেউই পিছিয়ে নেই। যাঁর জন্য আজকের দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি, সেই ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি দিয়ে মাধুরী দীক্ষিত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'আজকের এই বিশেষ দিনে আমি সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাদের জীবনে উল্লেখযোগ্য অনেক কিছু জিনিস শিখিয়েছেন। তাই তাঁদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনটা উদযাপন করি।' অঙ্গদ বেদী আবার অমিতাভ বচ্চন, পরিচালক সুজিত সরকার এবং তাঁর বাবা প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিংহ বেদীর সঙ্গে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'গুরু-শিষ্য।' তেলুগু ছবির সুপারস্টার মহেশবাবু আবার তাঁর বাবার সঙ্গে একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'প্রত্যেকদিনই আমরা কোনও না কোনও জিনিস শিখি। বাবাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ভালোবাসতে শেখানোর জন্য, দৃঢ় থাকতে শেখানোর জন্য এবং নিয়মনিষ্ঠা, মানবিকতা এই সবকিছু শেখানোর জন্য।'


শিক্ষক দিবসে কলম ধরেছেন অভিনেত্রী দিব্যা দত্তও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লিখেছেন, 'সবথেকে বড় শিক্ষককে আজকের দিনটার জন্য শুভেচ্ছা জানাতে চাই। আর সেটা জীবন। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। এবং পরবর্তীতে আরও শেখাবে। আর অবশ্যই মা তোমাকে আজকের দিনটায় শুভেচ্ছা জানাতে চাই। তুমিই আমাকে জীবনের পাঠ দিয়েছো এবং সবসময় হাসতে শিখিয়েছো।' এছাড়াও কিয়ারা আডবানি, করিশ্মা কপূর, শিল্পা শেট্টি প্রত্যেকেই নিজের নিজের মতো করে শিক্ষক দিবস উদযাপন করেছেন।