নয়াদিল্লি: নয়া ফলক ছুঁলেন কৃতী শ্যানন (Kriti Sanon)। সোমবার নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী ঘোষণা করলেন তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের (Instagram Followers) সংখ্যা। এই সোশ্যাল প্ল্যাটফর্মে (Social Media Platform) তাঁর অনুরাগী সংখ্যা ছুঁল ৫০ মিলিয়ন (50 Million) অর্থাৎ ৫ কোটির মাইল ফলক।
ইনস্টাগ্রামে নয়া মাইল ফলক ছুঁলেন কৃতী
ডিজিট্যাল যুগে অনলাইন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই মানুষের কাছে, লোকের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার প্রধান হাতিয়ার। করোনায় সাধারণ মানুষ বছর দুয়েক ধরে গৃহবন্দি থাকার পর যে অভ্যাস আরও বেড়েছে।
ইউটিউবার, ইনফ্লুয়েন্সারদের সঙ্গে পাল্লা দিয়ে এখন সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করেন অভিনেতা অভিনেত্রীরাও। তাঁদের নচুন ছবির সিংহভাগ প্রচার করেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় এবং এসবের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। আর সেখানেই অনুরাগীদের সংখ্যা বাড়ল কৃতীর। ৫ কোটি ফলোয়ার হয়েছে অভিনেত্রীর।
সোমবার অনুরাগীদের ধন্য়বাদ জানিয়ে পোস্ট করেন 'মিমি' অভিনেত্রী। লেখেন, 'যেমন মিমি বলে থাকে, "এখানে কিন্তু আমার ফ্যান ফলোয়িং আছে, হ্যাঁ!" ৫০ মিলিয়ন ভালবাসা এবং গণনা চলছে... অনেক ভালবাসা তোমাদের!!'
সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখান তাঁর জনপ্রিয় কিছু ছবি 'মিমি' থেকে 'বরেলি কি বরফি'র চরিত্রের বিহাইন্ড দ্য সিন মুহূর্তের কোলাজ দেখা যাচ্ছে। লেখেন, 'ধন্যবাদ আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য... অনস্ক্রিন, অফস্ক্রিন সর্বত্র ভালবাসা দেওয়ার জন্য। আমার হাত ধরে থাকুন। একসঙ্গে অনেকটা লম্বা পথ যেতে হবে।'
অভিনেত্রীর পোস্টে সঙ্গে সঙ্গে অনুরাগীদের ভালবাসা উপচে পড়তে শুরু করে। বলিউডের তারকাদের ৫ কোটি ফলোয়ারের তালিকায় সর্বশেষ সংযোজন কৃতী। এর আগে এই তালিকায় রয়েছেন আলিয়া ভট্ট, শ্রদ্ধা কপূর, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রিয়ঙ্কা চোপড়া।
আরও পড়ুন: Dia Mirza: ভাইঝিকে হারালেন দিয়া মির্জা, আবেগপ্রবণ পোস্টে চোখে জল তারকাদের
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, সামনে একাধিক প্যান-ইন্ডিয়া রিলিজের কথা রয়েছে। তাঁর 'আদিপুরুষ', 'গণপথ', 'শেহজাদা', 'ভেড়িয়া' ছবি মুক্তির অপেক্ষায়। সেই সঙ্গে অনুরাগ কাশ্যপের অঘোষিত পরবর্তী ছবিতেও তাঁকে দেখা যাবে বলে সূত্রের খবর।