মুম্বই: কেরিয়ারের মধ্যগগনে মেনস্ট্রিম বলিউড ছবিতে কাজ করেছিলেন। তারপর অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠার দীর্ঘ যাত্রা। একসময়ের দাপুটে অভিনেত্রী ও তার থেকে অনেক বেশি দাপুটে রাজনীতিক জয়ললিতা জয়ারামের মৃত্যুতে একযোগে শোকপ্রকাশ করল বলিউড। অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে সুরকার এ আর রহমান সকলে শোকপ্রকাশ করেছেন জয়ার প্রয়াণে। এক ঝলক দেখে নেওয়া যাক, কী বলেছেন তাঁরা তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত জয়ললিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। রাজাজি হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতেও যান তিনি।