বলিউডের এই সুন্দরীরা বিবাহিত হলেও থাকেন একাই
মেরে ইয়ার কি শাদি সিনেমার মাধ্যমে জনপ্রিয় টিউলিপ জোশীর বিয়ে ক্যাপ্টেন বিনোদ নায়ারের সঙ্গে হয়েছিল।
মডেলিং থেকে অভিনয় জগতে পা রাখা ওয়ালুসচা ডি সুজা ডিজাইনার মার্ক রবিনসনকে বিয়ে করেছিলেন। দুজনের তিন সন্তান রয়েছে। ২০১৩-তে দুজনে বিবাহবিচ্ছেদের কথা জানান।
রইস সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল পাক অভিনেত্রী মাহিরা খানকে। তিনি এক সন্তানের জননী। ২০০৭-এ তাঁর বিয়ে হয়েছিল। ২০১৫-তে বিবাহবিচ্ছেদ।
সাহসী দৃশ্যের জন্য পরিচিত মল্লিকা শেরাওয়াতের ২০০০ সালে ক্যাপ্টেন করণ গিলের সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু এক বছরের মধ্যে তাঁরা আলাদা হয়ে যান।
২১ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল অদিতি রাও হায়দরির। স্বামীর নাম সত্যদীপ মিশ্র। কিন্তু পরে স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাঁর।
রাধিকা আপ্তের বিয়ে ২০১২-তে বিখ্যাত গায়ক বেনেডিক্ট টেলরের সঙ্গে হয়েছিল। কিন্তু রাধিকা কখনও তাঁর জীবন ও স্বামী সম্পর্কে কোনও কথা বলেন না।
মাহি লিগ দেব ডি-তে তাঁর পারফরম্যান্স দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। বলিউডে পা রাখার আগে মাহি চন্ডীগড়ে বিয়ে করে বসবাস করছিলেন। ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। পরে সেই বিয়ে ভেঙে যায়।
অভিনেত্রী সুরভিন চাওলার বিয়ে ২০১৫-র ২৮ জুলাই হয়েছিল ইতালিতে। ব্যবসায়ী অক্ষয় ঠক্করের সঙ্গে।
সিনে দুনিয়ায় এমন অনেক নায়িকাই রয়েছেন, যাঁরা বিবাহিতা। কিন্তু এই খবর সবাই জানেন না।