নয়াদিল্লি: এখন দেশের বক্স অফিস দাপাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। একে তিনি বলিউডের বাদশাহ তার ওপর চার বছর পর তাঁর ছবি বড়পর্দায় মুক্তি পেয়েছে। ফলে অনুরাগীদের উচ্ছ্বাস ও ভালবাসা তাঁকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে। বক্স অফিসে দুরন্ত ব্যবসা করছে 'পাঠান' (Pathaan)। এই আবহেই বেশ কিছুদিন পর ইনস্টাগ্রামে (Instagram) একটি বিশেষ পোস্ট করলেন কিং খান। পুরনো একটি ছবি পোস্ট করেন তিনি। কী লিখলেন সঙ্গে?
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের পোস্ট
'পাঠান' ঝড় তুলেছে বক্স অফিসে, এখন শাহরুখের নতুন পোস্ট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করেন তিনি। ছবিটি 'কভি হাঁ কভি না' (kabhi haan kabhi naa) সিনেমার। সম্প্রতি এই ছবি ২৯ বছর পূর্ণ করল।
ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল সুনীল। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'ওই সময়ে দাঁড়িয়ে... সেই বয়সে... অপক্ক... অনিয়ন্ত্রিত... নৈপুণ্য তখনও অনির্ধারিত... ভারতের সেরা কাস্ট এবং কলাকুশলীদের দ্বারা পরিবেষ্টিত এবং একজন পরিচালক যাঁকে আমি প্রতিদিন মিস করি! শিখেছিলাম যে কখনও কখনও তুমি মুহূর্তটা মিস করে ফেলতে পার... কিন্তু বাকি সবকিছু জিতে যাও... আমি নিশ্চিত কোথাও, কোনও এক পৃথিবীতে সুনীলও জয় করেছে!!'
'কভি হাঁ কভি না' ছবিতে শাহরুখ খান একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন। নাম সুনীল। সে এক মেয়ের ভালবাসা অর্জনের জন্য যা খুশি করতে পারে এবং শেষ পর্যন্ত সেই মেয়ের সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে হয়ে যেতে দেখে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই সঙ্গে ছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি, দীপক তিজোরি, নাসিরউদ্দিন শাহ, সতীশ শাহের মতো দুর্দান্ত শিল্পীরা ছিলেন। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল জুহি চাওলাকেও। ১৯৯৪ সালে মুক্তি পায় এই ছবি। পরিচালনা করেছিলেন কুন্দন শাহ্।
আরও পড়ুন: Ranbir Kapoor: 'রাহার জন্মের মতোই আনন্দ দিয়েছিল মেসির বিশ্বকাপ জয়', কলকাতায় এসে বললেন রণবীর
প্রসঙ্গত, শাহরুখ খানের শেষ ছবি 'পাঠান' ইতিমধ্যেই ১০০৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর মধ্যে প্রায় ৩৮৪ কোটি টাকার আয় দেশের বাইরেই হয়েছে। মুক্তির ২৭তম দিনের মাথায় বিশ্ব বাজারে এই ছবির ব্যবসা ১০০০ কোটির গণ্ডি পার করে যায়। 'দঙ্গল' (১৯৬৮.০৩ কোটি), 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' (১৭৪৭ কোটি), 'কেজিএফ: চ্যাপ্টার ২' (১১৮৮ কোটি), 'আর আর আর' (১১৭৪ কোটি)-র পর এই তালিকায় পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে 'পাঠান'।