কলকাতা: তিলোত্তমায় রনবীর কপূর (Ranbir Kapoor)। আগামী ছবি 'তু ঝুটি ম্যায় মক্কর' (Tu Jhuthi Main Makkar)-এর প্রচারে রবিবার কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু ছবির প্রচারেই কেবল থেমে রইল না কলকাতার সফর। ইডেনে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র সঙ্গে ম্যাচ খেললেন, কথা বললেন সাংবাদিকদের সঙ্গে প্রাণ খুলে। 


সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে উঠে আসে ছোট্ট মেয়ে রাহা-র কথা। সদ্য বাবা হয়েছেন রণবীর। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও তাঁর কোলে এসেছে ছোট্ট রাহা। কেমন ছিল রাহার কোলে আসার অভিজ্ঞতা? রণবীর বললেন, 'প্রথম ভাল অভিজ্ঞতা রাহার জন্ম। দ্বিতীয় ভাল অভিজ্ঞতা আর্জেন্তিনার জয়। রাহার জন্মের মতোই ভাল লেগেছিল আর্জেন্তিনার জয়। এই বিশ্বকাপটা মেসির। আমি বার্সেলোনার অনুরাগী। আর্জেন্টিনার এই জয়টা আমার কাছে বিশাল পাওয়া।'                                                                               


আরও পড়ুন: Subhashree Ganguly: বাসনের দোকানে ফোটোশ্যুট! নেট দুনিয়ায় ট্রোলড শুভশ্রী


৮ মার্চ বড়পর্দায় আসতে চলেছে রণবীরের নতুন সিনেমা 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkar)। সেই সিনেমার প্রমোশনেই এদিন শহরে হাজির হয়েছিলেন বলিউড তারকা। তিনি শহরে এসেছে প্রথমে সাংবাদিক সম্মলন করেন এবং তারপর সেখান থেকেই সরাসরি চলে যান ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে সৌরভকে দেখেই মুখভরা হাসি নিয়ে তাঁর এগিয়ে যান রণবীর। সৌজন্য বিনিময়ের পরেই আয়োজিত হয় এক প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচে রণবীর ও সৌরভকে খোশমেজাজে ক্রিকেট খেলতে দেখা যায়।


আসন্ন সিনেমার আদলে রণবীরের দলে নাম রাখা হয়েছিল রণবীরস মক্কার, আর সৌরভের দলের নাম সৌরভস ঝুটি। এই ম্যাচে প্রাক্তন বাংলা ক্রিকেটার তথা সৌরভের ঘণিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসকেই খেলতে দেখা যায়। দুই তারকাকে চাক্ষুষ করতে ইডেনে অনেক অনুরাগীই ভিড় জমিয়েছিলেন। তবে রবিবাসরীয় ইডেনে এই সৌজন্য সাক্ষাৎ কিন্তু ফের একবার এক জল্পনা উস্কে দিল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভের বায়োপিক তৈরি হতে চলেছে। রণবীরের আসন্ন ছবির প্রযোজক সংস্থা লভ রঞ্জনই সেই সিনেমারও প্রযোজনা করবে। সৌরভ যে এই সিনেমার চিত্রনাট্য পড়তে মুম্বইয়ে উড়ে গিয়েছিলেন, তা এবিপি লাইভেই সর্বপ্রথম জানানো হয়েছিল।