মুম্বই: পাকিস্তানের মানবাধিকার আন্দোলনকর্মী তথা আইনজীবী আসমা জাহাঙ্গিরের মৃত্যুতে শোকপ্রকাশ করল বলিউড। জাভেদ আখতার, শাবানা আজমি, মহেশ ভট্ট, নন্দিতা দাসরা ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন।

জাভেদ ট্যুইটারে লিখেছেন, ‘আসমা নিঃসন্দেহে মানবাধিকারের লড়াইয়ে সবচেয়ে সাহসী ও প্রাণবন্ত যোদ্ধা ছিলেন। একনায়ক ও মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করার সাহস ছিল তাঁর। আসমার মৃত্যু গোটা উপমহাদেশের ক্ষতি।’





শাবানা ট্যুইট করে বলেছেন, ‘আসমা জাহাঙ্গিরের মৃত্যুর বেদনাদায়ক খবর পেলাম। পাকিস্তান সবচেয়ে সাহসী যোদ্ধাকে হারাল। মানবাধিকার আন্দোলন সবচেয়ে বড় নেত্রীকে হারাল। আসমার পরিবারকে সান্ত্বনা জানাই।’






নন্দিতা বলেছেন, ‘আসমা জাহাঙ্গিরের মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি মানবাধিকার ও গণতন্ত্রের জন্য সত্যিকারের লড়াকু ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি একনায়কতন্ত্র, গোঁড়ামি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাঁর মৃত্যু বিশাল ক্ষতি। তাঁর প্রিয়জনদের সান্ত্বনা জানাই।’





মহেশ ট্যুইটারে লিখেছেন, ‘আসমা জাহাঙ্গির একজন অসাধারণ মহিলা ছিলেন। তিনি সাধারণ মানুষের হয়ে লড়াই করতেন। বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করার স্পর্ধা ও সাহস ছিল তাঁর। আমাদের জীবন স্পর্শ করার জন্য ধন্যবাদ।’






পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ট্যুইট করে বলেছেন, ‘এটা পাকিস্তানের জন্য দুঃখের দিন। একজন মহান শিল্পী ও নির্ভীক আন্দোলনকারীকে বিদায় জানাচ্ছি।’





পাকিস্তানের অভিনেতা আলি জাফরও ট্যুইট করে আসমার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।