গতকাল সন্ধেয় সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছন মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মহম্মদ বিন জায়েদ ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। আবু ধাবির রাজকুমারকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর ট্যুইট করে মহম্মদ বিন জায়েদ ট্যুইট করে বলেন, ‘আমরা সরকারি অতিথি এবং গুরুত্বপূর্ণ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমিরশাহীতে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। তাঁর এই সফরের মাধ্যমে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেল।’
প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরশাহীতে গেলেন মোদী। এর আগে তিনি ২০১৫ সালের অগাস্টে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন। এবার সেদেশে গিয়ে আবু ধাবির রাজকুমারের সঙ্গে দেখা করার পর ট্যুইট করে মোদী বলেছেন, ‘আমার বন্ধু মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করে আনন্দিত। ভারত-সৌদি আরব সম্পর্কের উন্নতি এবং এর মাধ্যমে সারা বিশ্বের উপকার নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
বিদেশমন্ত্রকের মুখপাত্র র্যাবিশ কুমার বলেছেন, জ্বালানি, রেল, মানবশক্তি ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে দু’দেশ। এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীর তৈলক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে ভারত।