মুম্বই: প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোক প্রকাশ করেছেন বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, কেন জানি না, অদ্ভুত অস্থিরতায় ভুগছি।




অনুপম খের টুইট করে লিখেছেন, আকস্মিক ও মর্মান্তিক। আমি কি দুঃস্বপ্নের মধ্যে রয়েছি। শ্রীদেবী নেই? এটা খুব দুঃখের। এটা ঠিক হল না। একজন অনবদ্য, মার্জিত ও প্রতিভাবান অভিনেত্রী ছিলেন। শ্রীদেবীকে ভারতীয় সিনেমার রানি বলে উল্লেখ করেছেন তিনি। টুইটে লিখেছেন, শ্রীদেবী তাঁর বন্ধু ছিলেন। দু’জনে একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। বহু স্মৃতি রয়েছে বলেও লিখেছেন অনুপম খের।






শ্রীদেবীর প্রয়াণে অভিনেতা বোমান ইরানির শোকপ্রকাশ। টুইট্যারে তিনি লিখেছেন, ঘুম থেকে উঠে আমাদের প্রিয় শ্রীদেবীর প্রয়াণের মর্মান্তিক ও দুঃখজনক খবর পেলাম। বনি কপূর ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।





অভিনেতা জনি লিভারের ট্যুইট, শ্রীদেবীজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।






বিশিষ্ট পরিচালক মহেশ ভট্ট শোকপ্রকাশ করে লিখেছেন, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে।





শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট অভিনেত্রী মাহিরা খানের। তিনি লিখেছেন, শ্রীদেবী, আপনার কাজ দেখে বড় হয়েছি। আমাদেরকে ঋদ্ধ করার জন্য ধন্যবাদ। আপনি আপনার কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন।





মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, মর্মান্তিক খবর। খুবই অস্বস্তিকর।
শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। টুইটারে তিনি লিখেছেন, কোনও ভাষা নেই। যাঁরা শ্রীদেবীকে ভালোবাসেন, সকলের কাছে দুঃখের দিন। একটা কালো দিন।





রজনীকান্ত লিখেছেন, আমি মর্মাহত। একজন প্রিয় বন্ধুকে হারালাম। সিনেমা জগত হারাল সত্যিকারের কিংবদন্তীকে। পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁদের জন্য ব্যথা অনুভব করছি।
শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। টুইটারে লিখেছেন, আকস্মিক মর্মান্তিক খবরে জেগে উঠলাম। বিশ্বাস করতে পারছি না! দুঃখজনক খবর। ভাষা হারিয়ে ফেলেছি। কাউকে বোঝাতে পারব না। কেন এত দ্রুত চলে গেলেন শ্রী? বনি কপূর, জাহ্নবী এবং খুসিকে সমবেদনা জানিয়েছেন রবিনা ট্যান্ডন।






সুস্মিতা সেনের ট্যুইট, আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গিয়েছেন। কান্না থামাতে পারছি না।





সিদ্ধার্থ মলহোত্রার ট্যুইট, শ্রীদেবী ম্যাম নেই শুনে সত্যিই মর্মাহত।