নয়াদিল্লি: প্রসারিত হচ্ছে অজয় দেবগণের (Ajay Devgn) 'এন ওয়াই সিনেমাস' (NY Cinemas)। গুয়াহাটি (Guwahati) শহরে এবার এক্সক্লুসিভ মাল্টিপ্লেক্স সিনেমা (Exclusive Multiplex Cinema) খুলতে চলেছে অজয়ের এই সংস্থা। এই মাল্টিপ্লেক্সের হাত ধরেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে (north east) প্রবেশ করতে চলেছে 'এন ওয়াই সিনেমাস'। 


উত্ত-পূর্ব ভারতে বিস্তার লাভ করতে চলেছে 'এন ওয়াই সিনেমাস'


দেশের উত্তর ও পশ্চিমে ইতিমধ্যেই একাধিক স্ক্রিন নিয়ে এসেছে 'এন ওয়াই সিনেমাস'। এবার তারা দেশের উত্তর-পূর্বাংশে ব্যবসা বিস্তারে মন দিয়েছে। 


'এন ওয়াই সিনেমাস' আদতে একটি মাল্টিপ্লেক্স চেন যা ভারতীয় মূল্যবোধ নিয়ে তৈরি। এই সংস্থার নির্মাতা চারবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও পরিচালক অজয় দেবগণ। মাল্টিপ্লেক্সে পুরনো দিনের হারিয়ে যেতে বসা সিঙ্গল স্ক্রিনের সেই আকর্ষণ ফিরিয়ে আনতে এবং দর্শকদের তাঁদের প্রিয় চলচ্চিত্র এবং তারকাদের আরও কাছাকাছি নিয়ে আসার অভিপ্রায়ে এই সংস্থা শুরু করেন তিনি। 


এবার গুয়াহাটির বাসিন্দারা সিনেমা দেখতে যাওয়ার একটি নতুন ঠিকানা পাবেন, সৌজন্য, 'এন ওয়াই সিনেমাস'। শহরের কেন্দ্রে রুদ্রাক্ষ মলে তৈরি হয়েছে এই মাল্টিপ্লেক্স। অসমের সংস্কৃতি এবং ঐতিহ্যকে মাথায় রেখেই এই মাল্টিপ্লেক্স তৈরি করা হয়েছে যাতে দর্শক এসে সেখানে বাড়ির অনুভূতি পান। সিনেমা হলে থাকবে মকটেল বারও, যা গুয়াহাটিতে প্রথম। এছাড়া খাবারের নানা আইটেম তো থাকবেই। 


 






অজয় দেবগণের কথায়, 'শেষ পর্যন্ত উত্তর-পূর্বে এটি তৈরি করতে পেরে আনন্দিত আমি এবং আশা করি গুয়াহাটির মানুষ 'এন ওয়াই সিনেমা'কে সেই একই ভালবাসা দেবেন যা তাঁরা সবসময় আমাকে এবং আমার চলচ্চিত্রের প্রতি বর্ষণ করেন।' সিনেমা হলে থাকছে আরও আকর্ষণীয় জিনিস যেমন ৩৬০ ডিগ্রি ফটোবুথ, থিয়েটারের লবিতে একটি ১২ ফুটের ভিডিও ওয়াল, এবং একাধিক সেলফি পয়েন্ট। অর্থাৎ সেখানে গিয়ে একাধিক আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করে বাড়ি ফিরবেন দর্শক। 


আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস


আপাতত, দেশজুড়ে ১২টি শহরে 'এন ওয়াই সিনেমাস'-এর ৫০টির কম স্ক্রিন আছে। তাদের লক্ষ্য চলতি বছরে আরও ৩০টি স্ক্রিনের উদ্বোধন করা।