নয়াদিল্লি: সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিশেষ ঘোষণা করলেন 'ভাইজান' (Bhaijaan) সলমন খান (Salman Khan)। ঘোষণা করলেন 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির টিজার (teaser) মুক্তির তারিখ। কবে কোথায় দেখা যাবে ছবির টিজার?


কবে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান' টিজার


সলমন খানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর টিজার মুক্তি পাবে ২৫ জানুয়ারি। অনুরাগীদের জন্য এই টিজার অভিনেতা নিয়ে আসবেন বড়পর্দায়। এরপর সেই প্রোমো দেখতে পাওয়া যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 


এদিন নিজের একটি ছবি পোস্ট করে সলমন লেখেন, 'কিসি কা ভাই কিসি কি জান টিজার এবার দেখুন বড়পর্দায় ২৫ জানুয়ারি'। অর্থাৎ এই ছবির টিজার দেখতে পাওয়া যাবে শাহরুখ খানের 'পাঠান' (Pathaan) ছবি চলাকালীন। শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকেই নিজের আগামী ছবির টিজার লঞ্চের জন্য বেছে নিয়েছেন ভাইজান। 'পাঠান' ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।                                               


 






প্রসঙ্গত, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি ও শেহনাজ গিলকে। এই ছবির হাত ধরেই পালক ও শেহনাজের বলিউডে আত্মপ্রকাশ ঘটবে। ফারহাদ সামজি পরিচালিত এই ছবি মুক্তি পাবে ইদে।                                                                                        


আরও পড়ুন: 'Ae Watan Mere Watan' First Look: এবার দেশাত্মবোধক ছবিতে সারা আলি খান, প্রকাশ্যে 'অ্যায় বতন মেরে বতন'-এর প্রথম লুক