মুম্বই: সন্ত্রাসবাদের মতো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে, এহেন কারণ দেখিয়ে বিয়ে করবে বলে আবু সালেমের প্যারোলের আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। গত বছর এক বিশেষ আদালত ১৯৯৩ এর সিরিয়াল বিস্ফোরণ মামলায় ভারতীয় দন্ডবিধি, সন্ত্রাসবাদ দমনকারী টাডা আইন ও অস্ত্র আইনে সালেমকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন জেলের সাজা দেয়।
ঠানের মুম্ব্রার বাসিন্দা কৌসর বাহারকে বিয়ে করতে চায়, এজন্য মাসখানেকের জন্য প্যারোলে ছুটি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল সালেম।

বর্তমানে নবি মুম্বইয়ের তালোজা জেলে রয়েছে সে। জেল কর্তৃপক্ষ তার আবেদন খারিজ করার পর হাইকোর্টের দ্বারস্থ হয় এই গ্যাংস্টার। কিন্তু অস্থায়ী বিচারপতি ভি কে তাহিলরামানি ও বিচারপতি এম এস সোনাকের ডিভিশন বেঞ্চ বলে, সালেমকে প্যারোলে ছাড়া যাবে না কেননা সে সন্ত্রাসবাদের মতো মারাত্মক অভিযোগে দোষী ঘোষিত হয়েছে।

পিটিশনে সালেম জানায়, ২০০৫ এর নভেম্বর থেকে সে জেলে রয়েছে। মানবিকতার কথা মাথায় রেখেই তার প্যারোলের আবেদন বিচার করা উচিত, কারণ যে মেয়েটিকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতি দায়িত্ব, কর্তব্য সে অস্বীকার করতে পারে না। তাছাড়া সেই মেয়েটিও আর কাউকে বিয়ে করতে নারাজ।
তাকে পারিবারিক, সামাজিক সম্পর্ক রক্ষা করতে দেওয়া উচিত বলেও সওয়াল করেছে সালেম।
যদিও বিয়ের দিনক্ষণ পিটিশনে উল্লেখ করেনি সে।