নয়াদিল্লি: ফের সংঘর্ষ বিরতিচুক্তি লঙ্ঘন জম্মু-কাশ্মীরে। মঙ্গলবার সকালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা ভেঙে ভারতে ঢোকার চেষ্টা করে জঙ্গিদের একটি দল। তাদের পাল্টা কড়া জবাবও দেয় ভারতীয় সেনা। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে ৩৬ আরআর-এর এক মেজর সহ তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। খতম চার জঙ্গি।




ডেপুটি কমিশনার শাহিদ চৌধুরী ঘটনাটিকে সংঘর্ষ বিরতিচুক্তি লঙ্ঘন বলে দাবি করেছেন। পিটিআই সূত্রে খবর, সীমান্ত চুক্তি ভেঙে যখন চার জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে তখনই শুরু হয় গোলাগুলি। সোমবার রাত থেকেই গুরেজ এলাকায় সন্দেভাজন কিছু ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই বাকতুরের নানে সেক্টর, গুরেজে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। সোমবার সারা রাত পাক সীমান্ত থেকে গোলাবর্ষণ চলে। তারপরই পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। চার জঙ্গিকে খতম করা গেলেও, অপর চার জঙ্গি পালিয়েছে বলে জানা গিয়েছে।