মুম্বই: মাদক মামলায় বেশ কয়েক মাস আগে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা আরমান কোহলি (Arman Kohli)। মাস চারেক আগে গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাসি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবং সেখান থেকে স্বল্প পরিমাণে নিষিদ্ধ মাদক পাওয়া যায় বলে জানা গিয়েছিল। নিষিদ্ধ মাদক মজুত করার অপরাধে আরমান কোহলিকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গত অগাস্ট মাস থেকে তিনি জেলবন্দি। নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অভিনেতার আইনজীবীরা বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন। আজ তার শুনানি ছিল।


আরও পড়ুন - Anushka Sharma: ভামিকার ছবি প্রকাশ না করায় খুশি অনুষ্কা, পাপারাজ্জিদের উদ্দেশে বিশেষ দিলেন বার্তা


জানা গিয়েছে, আজকের শুনানিতে বম্বে হাইকোর্ট মাদক কাণ্ডে গ্রেফতার বলিউড অভিনেতা আরমান কোহলির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এদিন অভিনেতার আইনজীবী বিনোদ ছটে আদালতে জানান যে, তাঁর মক্কেল নির্দোষ এবং মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কোনওরকম সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে পেশ করতে পারেনি। মিথ্যে অভিযোগের ভিত্তিতে তাঁকে সমস্যায় ফেলা হয়েছে। তাঁর সঙ্গে মাদক পাচারকারীদের কোনওরকম আর্থিক লেনদেনও হয়নি। এনসিবি অবশ্য বিরোধীতা করে অভিনেতার জামিনের। 


এদিন আরমান কোহলির জামিনের আবেদন খারিজ করার পর বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, আরমান কোহলির সঙ্গে মাদক পাচারকারীদের হোয়াটসঅ্যাপ চ্যাট তদন্ত করে দেখা হবে। এবং তথ্যপ্রমাণ যেন লোপাট না হয়, সেদিকেও নজর রাখতে জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। জানা গিয়েছে ইতিমধ্যেই এই মামলায় অভিযুক্ত করিম ধনানি ও ইমরান আনসারি নামে দুই ব্যক্তির জামিন মঞ্জুর করেছে আদালত। 


প্রসঙ্গত, গত অগাস্ট মাসেই বলিউড অভিনেতা আরমান কোহলির বাড়িতে তল্লাসী চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তল্লাসীর পর সেখান থেকে ১.২ গ্রাম নিষিদ্ধ মাদক কোকেন উদ্ধার হয় বলে জানা যায়। তারপরই অভিনেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবং জিজ্ঞাসাবাদের পরই অভিনেতা গ্রেফতার হন। গত অগাস্ট মাস থেকে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন তিনি।