মুম্বই: বলিউড ডিভা, ৮০-র দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী লাস্যময়ী শ্রীদেবীর বলিউডি কেরিয়ারের ৫০ বছর পূর্তি আগামী বছর। রুপোলি পর্দায় শ্রীদেবীর কেরিয়ারের সুবর্ণ জয়ন্তী বিশেষভাবে পালনে উত্সাহী তাঁর স্বামী এবং পরিচালক বনি কপূর।
শ্রীদেবীর ভক্ত সংখ্যা অগুনতি। একসময় বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ‘কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’, এখনও দর্শক মনে অন্যরকমের শিহরণ তোলে। তাঁর বলিউডি কেরিয়ারে পঞ্চাশ বছর পূর্ণ হওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়।
সেকথা মনে রেখে বনি কপূর তাই সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরই শ্রীদেবীর পরবর্তী ছবি, তাঁদের নিজস্ব প্রডাকশনের ‘মম’ মু্ক্তি পাবে। এই ছবিতে শ্রীদেবী ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দীন সিদ্দিকি এবং অক্ষয় খন্না।
১৯৬৩ সালে ‘আম্মা আয়েঙ্গার’ ছবি দিয়ে রুপোলি দুনিয়ায় পথ চলা শুরু শ্রীদেবীর। তারপর শুধু বিস্ফোরণ ঘটেছে পর্দায় শ্রীদেবীর অভিনয়ের, রূপের। আগামী বছর ‘মম’-এর মুক্তি প্রসঙ্গে বনি কপূরের মত, এটা পুরোটাই ভাগ্য, যে শ্রীদেবীর বলিউডি কেরিয়ারের পঞ্চাশ বছরেই শেষ হচ্ছে ‘মম’-এর কাজ।
শ্রীদেবীর বলিউডি কেরিয়ারের ৫০ বছর ! বিশেষ ভাবে পালন করবেন স্বামী বনি কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2016 01:50 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -