মুম্বই: বলিউডে ফের করোনাভাইরাস সংক্রমণ। গায়িকা কণিকা কপূর, প্রযোজক করিম মোরানি, তাঁর মেয়ে অভিনেত্রী জোয়া মোরানি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। যদিও কিছুদিন চিকিত্সার পর সবাই সেরে উঠেছেন। এবার পরিচালক বনি কপূরের লোখান্ডওয়ালার গ্রিন একর্স-এর আবাসনের ২৩ বছর বয়সি কাজের লোকের করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেল। চরণ সাহু নামে বাড়ির কাজের লোকটি শনিবার অসুস্থ বোধ করে বলে জানিয়েছেন বনি। ‘ওয়ান্টেড’-এর প্রডিউসার বনি দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে ওখানেই থাকেন। দুবছর আগে বেঁচে থাকাকালে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শ্রীদেবীও সেখানে থাকতেন।
বনি নিজেই বিবৃতি দিয়ে গৃহপরিচারকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। বলেছেন, আমি, আমার মেয়েরা, জাহ্নবী, খুশি ও বাড়ির অন্য সবাই ভাল আছি। এই মূহূর্তে আমাদের কারও মধ্যেই কোভিড-১৯ সংক্রমণের উপসর্গ নেই। লকডাউন চালু হওয়ার পর থেকে আমরা বাড়ির বাইরে বেরোইনি।
পরিচারকের ব্যাপারে বনি আরও বলেন, ওকে আমরা কাছের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিই। সেখানে ওকে আইসোলেশনে রাখা হয়। তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পর আবাসনের সোসাইটিকে জানাই। সোসাইটির সদস্যরা বৃহন্মুম্বই পুরসভাকেও বিষয়টি জানান।
পুরসভা এবার বনিদের সোসাইটি স্যানিটাইজ করছে, গাইডলাইন অনুসারে প্রয়োজনীয় আনুষ্ঠানিক ব্যবস্থা নিচ্ছে। বনি বিবৃতিতে বলেন, আশা করছি, চরণ পুরোপুরি সু্স্থ হয়ে ফিরবে। বিএমসি, ওর মেডিকেল টিমের দেওয়া যাবতীয় নিয়মবিধি অক্ষরে অক্ষরে মেনে চলব আমরা।
প্রসঙ্গত, প্রয়াত সুপারস্টার মায়ের মেয়ে জাহ্নবী ‘ধড়ক’ ছবিতে ঈশান খট্টারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এখন কার্গিল গার্ল, দোস্তানা-টু, রুহিআফজা, তখত-এর মতো বেশ কয়েকটি ছবি জাহ্নবীর হাতে রয়েছে।
বাড়ির কাজের লোক করোনাভাইরাস পজিটিভ, মেয়ে জাহ্নবী, খুশির মধ্যে কোনও উপসর্গ নেই, জানালেন বনি কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2020 09:54 PM (IST)
বনি আরও বলেন, ওকে আমরা কাছের হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিই। সেখানে ওকে আইসোলেশনে রাখা হয়। তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পর আবাসনের সোসাইটিকে জানাই। সোসাইটির সদস্যরা বৃহন্মুম্বই পুরসভাকেও বিষয়টি জানান।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -