নয়াদিল্লি: ৮৬ বছরে পদার্পন প্রথিতযশা সাহিত্যিক রাসকিন বন্ড। মুসৌরির বাড়িতে পরিবার পরিজনদের সঙ্গে বিশেষ এই দিনটি পালন করলেন তিনি। আর এই জন্মদিন পালনের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছে লেখকের এক ফ্যান ক্লাব।
রাসকিন বন্ডের নাতনি সৃষ্টি নিজের হাতে তৈরি করেছিলেন গাজরের কেক। তা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রবীন লেখক। ফেসবুকে সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে যে, সৃষ্টি গাইছেন হ্যাপি বার্থডে টু ইউ গান। আর হাসিমুখে কেক কাটছেন জনপ্রিয় সাহিত্যিক।

জন্মদিন পার্টি শুরু হয় মাঝরাতের প্রাক্কালে। দুটি বেলুন সহ লেখককে ছবির জন্য পোজ দিতে দেখা যায়। কেকের ওপরে রাখা কার্ডে লেখা ছিল, হ্যাপি বার্থডে, দা।
সমগ্র বিশ্ব থেকেই রাসকিন বন্ডের অনুরাগীরা তাঁদের প্রিয় লেখককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর এই শুভেচ্ছা ও ভালোবাসার জন্য পৃথক একটি ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাসকিন বন্ড বলেছেন, শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এত পাঠক ও শ্রোতা ফেসবুকে লিখছেন দেখে খুবই আনন্দিত। এতজন যে আমার লেখা উপভোগ করেন এবং তাঁদের আনন্দ দিতে পেরেছি, তা জেনে খুবই আপ্লুত। সবাই ভালো থাকুন।


রাসকিন বন্ডের জন্মদিন পালনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা তাঁর দীর্ঘ জীবন ও কলম দিয়ে গল্পের ছবি আঁকার সৃষ্টি চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন।
রাসকিন বন্ড সুবিখ্যাত লেখক। রেন ইন দ্য মাউন্টেন:নোটস ফ্রম দ্য হিমালয়, আ টাউন কলড দেহরা, আউর ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা-র মতো গ্রন্থের লেখক রাস্টির মতো ফিকশনাল চরিত্রের স্রষ্টা।
রাসকিন বন্ডের ছোট গল্প “সুসানার সেভেন হাসবেনডস” উপর ভিত্তি করে বিশাল ভরদ্বাজের চলচ্চিত্র “সাত খুন মাফ” তৈরি করা হয়েছে।তাঁর বেশিরভাগ গল্পেরই প্রেক্ষাপট হিমালয়। সেখানেই তাঁর শৈশব কেটেছে।

১৯৯২-এ সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত  করা হয় তাঁকে। ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে পদ্মভূষণ পান।