মুম্বই: দিনটা ছিল ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। ৫ বছর আগে আজকের দিনেই অগণিত অনুরাগীর মনে দুঃখ দিয়ে প্রয়াত হন বলিউড অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। তাঁর অকাল প্রয়াণে কার্যত চমক লাগে সাধারণ মানুষ থেকে অন্যান্য তারকাদের। কারণ, শ্রীদেবীর মৃত্যু ছিল দুর্ঘটনাবশত। দুবাইয়ে বিয়ে বাড়িতে আনন্দ উপভোগ করতে গিয়ে অভিনেত্রীর যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতে পারেনি কেউ। স্নান করাকালীন দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয় তাঁর। শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে (Sridevi Death Anniversary) অভিনেত্রীর শেষ ছবি পোস্ট করে স্মৃতিচারণা করলেন বনি কপূর (Boney Kapoor)।
শ্রীদেবীকে নিয়ে বনির স্মৃতিচারণা-
আজ শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী। ছবি নির্মাতা বনি কপূর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। দুবাইয়ে বিয়ে বাড়িতে আনন্দ করছিলেন অভিনেত্রী। শেষ ছবি পোস্ট করে স্মৃতিচারণা করলেন বনি। আবেগে ভাসল নেট দুনিয়া। ছবিতে শ্রীদেবীকে দেখা যাচ্ছে বনি কপূর, ছোট মেয়ে খুশি এবং আরও অনেক আত্মীয়দের সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। তাঁর পরনে সবুজ এবং সোনালি রঙের শাড়ি। ছবি পোস্ট করে বনি লিখেছেন, 'শেষ ছবি'। শ্রীদেবীর শেষ ছবি পোস্ট করাতেই কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। তাঁরাও যে প্রয়াত অভিনেত্রীকে ভুলে যাননি, সে কথাই লিখেছেন।
আরও পড়ুন - Bhagyashree Birthday: বাড়ি থেকে পালিয়ে বিয়ে, শ্যুটিংয়ের সেটে কান্না, একনজরে ভাগ্যশ্রীর অজানা তথ্য
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
প্রসঙ্গত, বনি কপূর প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শ্রীদেবীর নানা ছবি পোস্ট করে থাকেন। কখনও একসঙ্গে কাটানো কোনও ক্যামেরাবন্দি মুহূর্ত। আবার কখনও শুধুই শ্রীদেবীর ছবি পোস্ট করে তাঁকে মিস করার বার্তা। দিন কয়েক আগেই বনি কপূর স্মৃতিচারণা করেন শ্রীদেবীর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী স্ত্রীর একটি ছবি পোস্ট করে লেছেন, 'পাঁচ বছর আগে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো। তোমার ভালোবাসা এবং স্মৃতি চিরকাল আমাদের সঙ্গে থাকবে।' আরও একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'যে আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে আজও আমার সঙ্গে রয়েছে।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">