কলকাতা: মুক্তি পেল বনি সেনগুপ্ত (Bonny Sengupta), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) অভিনীত ও প্রার্জুন মজুমদার (Prarjun Majumder) পরিচালিত 'অন্তর্জাল' (Antarjaal) ছবির ট্রেলার। টানটান থ্রিলারের ট্রেলারে (Trailer) চমক বজায় রইল।


ট্রেলারে 'অন্তর্জাল'


বনি-কৌশানী ফের জুটি বাঁধছেন। তবে এবার প্রেমের গল্পে নয়। একেবারে টানটান থ্রিলারে। আগেই পোস্টারে চমক পেয়েছিল দর্শক। আধো অন্ধকারে দেখা যাচ্ছিল বনিকে। আর ছুরির ফলায় ছিল কৌশানির মুখ। এবার প্রকাশ্যে এল ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিল ছবির সকল কলাকুশলীরা।


ছবিতে প্রেম, বিয়ে সবকিছু থাকলেও প্রাধান্য পাবে এক নিখোঁজ হয়ে যাওয়া স্বামীর গল্প। তাঁকে খুঁজতে থাকা স্ত্রী। আর তদন্তের পরতে পরতে ঘনীভূত হয়ে ওঠা রহস্যের বেড়াজাল।


 



পর্দায় কৌশানীর নাম লহরি, পেশায় লেখক। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বনি ও কৌশানি। বনির চরিত্রের নাম অপূর্ব সেনগুপ্ত। সুখের সংসারে ছন্দপতন হয় যখন তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে অপূর্ব নিখোঁজ হয়ে যায়। এরপরের ঘটনাগুলো হল অপূর্বকে খোঁজার নিবিড় অনুসন্ধান এবং তাকে খুঁজে বের করার জন্য নিখোঁজ সূত্রে একে একে যোগ করা।


'অন্তর্জাল' আবেগ, ভালবাসা এবং স্নেহের গল্প এবং একইসঙ্গে এটি প্রতিশোধ এবং সম্পর্কের গল্প। এই ছবির গল্প আজকের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক যেখানে মহামারীর সময়ে বাড়ির ভিতরেই একাধিক অপরাধমূলক ঘটনা ঘটছে এবং যার কোনও হিসাবই করা হয় না। এছাড়াও এই ছবিটি অতিমারীর পরে সাধারণ মানুষের কঠিন জীবনের উপর আলোকপাত করে যখন অনেক মানুষের অর্থনৈতিক অবস্থা এবং নিজেদের মধ্যে সম্পর্ক উভয়ই মহামারীর কারণে ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে।


আরও পড়ুন: Happy Birthday Priyanka Chopra: ৬ এমন মুহূর্ত যখন বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করেছেন প্রিয়ঙ্কা


প্রার্জুন মজুমদারের পরিচালনায় ছবির প্রযোজনার দায়িত্বে পাণ্ডে মোশন পিকচার্সের ব্যানারে মুকেশ পাণ্ডে। ছবির স্ক্রিনপ্লে লিখেছেন অনুভব ঘোষ। ২৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।