কলকাতা: প্রায় ৭টা বছর একসঙ্গে হাতে হাত রেখে  কাটিয়ে ফেলেছেন। ইন্ডাস্ট্রিতে তাঁরা একসঙ্গে 'বনি-কৌশানী' (Bonny-Koushani) নামেই বেশি পরিচিত। কিন্তু এই 'স্বল্প মেয়াদি' প্রেমের যুগে, 'মিলেনিয়াল' (millennial) হওয়া সত্ত্বেও কীভাবে ধরে রেখেছেন নিজেদের সম্পর্ক? রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)! বিশেষ দিনে প্রিয় মানুষটার সঙ্গে প্ল্যানিং থেকে শুরু করে ছোটবেলার গল্প, সবই এবিপি লাইভকে শোনালেন বনি সেনগুপ্ত, একান্ত সাক্ষাৎকারে।  


'ভ্যালেন্টাইন্স ডে' নিয়ে ছোট থেকেই অনেকের উত্তেজনা বেশ তুঙ্গে থাকে। বাড়িতে লুকিয়ে 'ডেট'-এ গেছেন কখনও? 'হ্যাঁ! একবার বেশ সাংঘাতিক কাণ্ড হয়েছিল। স্কুলে যখন পড়তাম তখন তো ডিনারে যাওয়ার সম্ভাবনা ছিল না, লাঞ্চ প্ল্যান হয়েছিল এক পছন্দের মানুষের সঙ্গে। তখন ক্লাস নাইন কি টেন। আমি তো লাঞ্চে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি গিয়ে রেস্তোরাঁয় একা বসেছিলাম, ভ্যালেন্টাইন আর আসেনি। ওই দিনটা জীবনে ভুলব না।'


ছোটবেলায় 'প্রেম' আর এখনের 'প্রেম', দুইয়ের সংজ্ঞা নিশ্চয়ই বদলেছে? বনির কাছে 'ভালবাসা' মানে কী? অভিনেতার কথায়, 'এখন বাঁধন, আবেগ সবই আরও অনেক বেশি দৃঢ়। একটা ভরসার জায়গা তৈরি হয়। ছোটবেলায় বেশিরভাগই ক্ষণিকের ভাল লাগা মানে ইনফ্যাচুয়েশন যাকে বলে। কিন্তু একটা সময় আসে যখন সঠিক মানুষটাকে খুঁজে পাওয়া যায়। সেই সময় একটা সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমি কখনও কাউকে বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্কে যাইনি। কিন্তু কৌশানীর ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি অনুভব করেছি ওঁর সঙ্গে আমার সেই বিশেষ বন্ধনটা আছে। ওঁকে তাই সোজাসুজি বলেছিলাম যে কাউকে বিয়ে করলে সেটা তোমাকেই!'


২০২২ সালের জুলাই মাসে ৭ বছর সম্পূর্ণ হবে বনি সেনগুপ্ত ও কৌশানীর মুখোপাধ্যায়ের প্রেমপর্বের। আর বনির মতে এই 'শর্ট টার্ম' প্রেমের যুগে নিজেদের সম্পর্ক টিকে থাকার কারণ 'বন্ডিং'। সেই সঙ্গে নিজের মধ্যে বোঝাপড়া, ভরসা, বিশ্বাস তো আছেই। অভিনেতার অকপট জবাব, 'আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেখানে বহু লোক বহুভাবে সম্পর্কে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। সেটা আমাদের ক্ষেত্রে আরও একটা কঠিন পর্যায়। কিন্তু আমাদের মধ্যে সেই বাঁধন, সেই বিশ্বাসটা আছে যে বাইরের কেউ কিছু বললে সেটা মেনে নেওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলে নিই। নিজেরা একে অপরের কাছে পরিষ্কার থাকি।'


আরও পড়ুন: Ravi Shaw Exclusive: মাইনাস ৪-৫ ডিগ্রিতেও শান্তিতে শ্যুটিং করেছি: রবি


কৌশানীর কোন স্বভাবটা সবচেয়ে বেশি পছন্দ করেন বনি? 'কৌশানী খুব আপফ্রন্ট। ওর যা বলার মুখের ওপর বলে। এটা ওর প্লাস পয়েন্ট। কৌশানী পরিবার নিয়ে চলতে ভালবাসে খুব। অনেকেই হয়তো ওকে দেখে ভাবে অ্যাটিটিউড নিয়ে চলে, কিন্তু সেটুকু থাকা প্রয়োজন। এবং কৌশানী ভীষণ ভাল একজন মানুষ।'


তবে কি বিয়ের সানাই বাজল বলে? অভিনেতা বলেন, 'প্ল্যান করছি ২০২৩ সালের শেষের দিক। কোভিডের আবহে কম মানুষ নিমন্ত্রণ করে বিয়ে করতে চাই না। প্রচুর মানুষ আসবেন। মজা করে বিয়ে করব এটাই প্ল্যান।'


আপাতত আগামীকালের জন্য কৌশানীকে নিয়ে কী প্ল্যান করেছেন বনি? 'আমরা দু'জনেই এখন কড়া ডায়েটে আছি। ফলে বাইরে কোথাও একটা হয়তো থাকা হবে। লাঞ্চ-ডিনারে গেলেও স্ট্রিক্ট ডায়েট মেনে চলতে হবে। মাঝে হয়তো একটা একসঙ্গে সিনেমা দেখতে যেতে পারি।'