কলকাতা: আপনি আর কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) একসঙ্গে ঠিক ক'টা ছবি করছেন? প্রশ্নটা শুনেই হেসে ফেললেন বনি সেনগুপ্ত (Bony Sengupta)। তারপরে গুনে গুনে বলতে শুরু করলেন, 'অন্তর্জাল', 'শুভ বিজয়া', 'রাতের শহর', 'ডাল-ভাত-চুরমা'.... আরও কয়েকটা প্রোজেক্ট রয়েছে মুক্তির অপেক্ষায়।'


একের পর এক ছবির ঘোষণা, শ্যুটিং.. সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ত বনি-কৌশানী।  ৩ বছর বিরতির ক্ষতিপূরণ? বনি বললেন, 'আমরা শেষ ছবি একসঙ্গে করেছিলাম 'পারব না আমি ছাড়তে তোকে'। এরপর ৩ বছরের বিরতি নিয়েছিলাম কারণ আমরাও চেয়েছিলাম যে দর্শকদের একঘেয়েমি কাটুক। দর্শকেরাও টানা আমায় কৌশানীর বিপরীতে দেখছিলেন। বিরতিতে আমরা দুজনেই অন্য নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করলাম। তারপরে যখন আবার একসঙ্গে ছবি করতে রাজি হলাম, তখনই অনেকগুলো অফার এল। তার মধ্যে থেকেই বেছে নিয়েছি এই ছবিগুলো।'


আরও পড়ুন: Bony Kaushani: কলকাতা ও রাজস্থানে শ্যুটিং, হরনাথের নতুন ছবির সৌজন্যে 'ডাল-ভাত-চুরমা'-য় মজবেন বনি-কৌশানী


কৌশানীর সঙ্গে একের পর এক শ্যুটিং, কতটা ভালোলাগার? বনি হেসে বললেন, 'ভালো আর খারাপ দুইই লাগছে'। খারাপ কেন? হেসে বনি বললেন, 'ভালোলাগা অবশ্যই কাজের জন্য। কৌশানী আর আমার মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে ফলে একসঙ্গে শ্যুটিং করাটা বেশ মজার। আর খারাপ হল, ব্যক্তিগতভাবে সময় বের করতে পারছি না একেবারেই। গতকালই তো সিনেমা দেখার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ শ্যুটিংয়ের ডেট পরে যাওয়ায় বাতিল করতে হল। সামনেই আমার জন্মদিন। ইচ্ছা আছে সেইসময় কৌশানীকে নিয়ে একটু দূরে কোথাও ছুটি কাটাতে যাব। এত ব্যস্ততা থেকে নিজেদের মতো করে একটু বিরতি আর কী!'


এখন কী তবে শ্যুটিং ফ্লোরেই কৌশানীর সঙ্গে প্রেম করছেন? বনি হেসে বললেন.. 'অগত্যা'। 


প্রসঙ্গত, আজকে থেকেই শুরু হয়েছে বনি কৌশানীর নতুন ছবি ডাল-বাটি-চুরমা (চচ্চড়ি)-র শ্যুটিং।