নয়াদিল্লি: গত শুক্রবার, ৪ নভেম্বর মুক্তি পেয়েছে তিনটি হিন্দি ছবি। 'ফোন ভূত' (Phone Bhoot), 'মিলি' (Mili) ও 'ডবল এক্স এল' (Double XL)। বক্স অফিসে একসঙ্গে তিন ছবি মুক্তি পায়। হিসেব অনুযায়ী, বলিউডের জন্য এই সপ্তাহান্ত (Weekend Collection) বেশ ভালই ফল করার কথা। কিন্তু তা কি হল?


বলিউডের উইকেন্ড ব্যবসা


একসঙ্গে তিনটি হিন্দি ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও বলিউড (Bollywood) বিশেষ লাভের মুখ দেখতে পেল না। তিনটি ছবিই বক্স অফিসে খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি। এই তিনটের মধ্যে 'ফোন ভূত' যদিও বাকি দুটো ছবির থেকে ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে এই ছবি ২ কোটি টাকার ব্যবসা করেছে। তবে ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি হিসেবে এটা খুবই আশ্চর্যজনক অঙ্ক। তিনটি ছবির মধ্যে প্রথম দিনে সবচেয়ে কম ব্যবসা করেছে 'ডবল এক্স এল'। 


গত সপ্তাহান্ত তিনটি ছবির ব্যবসার জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। বক্স অফিসের মোড় ঘোরাতে পারত এই ছবি তিনটি, তবে বিশেষ কোনও পার্থক্য নজরে পড়েনি। 'ফোন ভূত' সপ্তাহ শেষে মোট ৭.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। যেখানে ক্যাটরিনা কাইফে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির ছবি ৩০০ কোটি টাকার ব্যবসা করে, সেখানে 'ফোন ভূত'-এর এই ব্যবসা হতাশাজনক।


 






দ্বিতীয় ও তৃতীয় দিনে ক্যাটরিনা-সিদ্ধান্ত-ইশান অভিনীত 'ফোন ভূত' ব্যবসা করেছে যথাক্রমে ২.৭৫ কোটি টাকা ও ৩.০৫ কোটি টাকার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অন্তত সেই পরিসংখ্যানই দিচ্ছে।


অন্যদিকে সোনাক্ষী সিংহ ও হুমা কুরেশি অভিনীত 'ডবল এক্স এল' গোটা সপ্তাহান্ত জুড়ে ১ কোটি টাকার ব্যবসাও করতে পারেনি। ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহরের পোস্ট অনুযায়ী, মুক্তির পরের তিনদিন মিলিয়ে এই ছবি ০.৫ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিন এই ছবি ২৫ লক্ষের ব্যবসা করে। দ্বিতীয় দিনে ২০ লক্ষ ও তৃতীয় দিনে ৩০ লক্ষ টাকার ব্যবসা করে এই ছবি।


 






অন্যদিকে বনি কপূর প্রযোজিত ও জাহ্নবী কপূর অভিনীত 'মিলি'ও বেশ হতাশাজনক ব্যবসা করেছে বক্স অফিসে। প্রথম দিন থেকেই এই ছবি ১ কোটির ঘরে পৌঁছতে কসরত করছে। দ্বিতীয় দিনে ০.৬০ কোটি ও তৃতীয় দিনে ০.৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। 


আরও পড়ুন: Aindrila Sharma: 'ঐন্দ্রিলা আছে...', হাসপাতালে ভর্তির দিন ৬ পর সোশ্যাল পোস্টে স্বাস্থ্যের আপডেট সব্যসাচীর


প্রসঙ্গত, চলতি বছরে বলিউডের একাধিক বড় বাজেট, হাইপ্রোফাইল ছবিই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। বা বলা আশাব্যঞ্জক ব্যবসা করতে পারেনি। তার মধ্যে 'লাল সিংহ চাড্ডা', 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'রক্ষাবন্ধন', 'রাম সেতু' উল্লেখযোগ্য। তবে 'ভুল ভুলাইয়া ২', 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিগুলি খুবই ভাল ব্যবসা করেছে।