নয়াদিল্লি: গত শুক্রবার, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে দুটি বিগ বাজেট ছবি (big budget movie)। একটি সানি দেওলের 'গদর ২' (Gadar 2), দ্বিতীয় অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' (OMG 2)। বৃহস্পতিবার অর্থাৎ ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের 'জেলার' (Jailer)। অন্যান্য ছবি প্রেক্ষাগৃহে চললেও ঝড় তুলেছে এই তিন ছবিই। এক সপ্তাহ পূরণের মুখে এসে কোন ছবি বক্স অফিসে কত আয় (Box Office Collection) এনে দিল?


প্রথম ৬ দিনে 'গদর ২' ছবির বক্স অফিস আয়


মুক্তির দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। স্বাধীনতা দিবসে এই ছবি প্রায়  ৫৫ কোটি টাকা আয় করেছিল। শেষ পাওয়া হিসেব অনুযায়ী, বুধবার 'গদর ২' ৩৪.৫০ কোটি টাকা আয় করেছে। ফলে ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬৩.৪৮ কোটি টাকায়। মনে করা হচ্ছে আয়ের পরিমাণ ফের বাড়বে এবং সহজেই এবার ৩০০ কোটির গণ্ডিও পেরিয়ে যাবে এই ছবি। ইতিমধ্যেই ২৫০ কোটির গণ্ডি অনায়াসে পেরিয়ে গেছে এই ছবি। 


প্রথম ৬ দিনে 'ওহ মাই গড ২' ছবির বক্স অফিস আয়


অন্যদিকে একইদিনে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম অভিনীত বহু প্রতীক্ষিত 'ওহ মাই গড ২'। ছবিটি সেন্সর বোর্ডের তরফে 'A' ছাড়পত্র পেয়ে মুক্তি লাভ করে। ফলে এই ছবির দর্শক সংখ্যায় এমনিই ঘাটতি হয়েছে। বুধবার এই ছবি প্রায় ৭.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। আপাতত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। নির্মাতাদের আশা শীঘ্রই এই অঙ্ক ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। 


৭ দিনের পর কোথায় দাঁড়িয়ে 'জেলার' ছবির ব্যবসা


১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত 'জেলার'। মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল এই ছবি। স্বাধীনতা দিবসেই এই ছবি প্রেক্ষাগৃহে ২০০ কোটি টাকার গণ্ডি পার করেছিল। বুধবার এই ছবি আরও ১৫ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ আপাতত ছবির ব্যবসা দাঁড়িয়ে আছে ২২৫.৬৫ কোটি টাকায়। বুধবার এই ছবির জন্য ৪২.৪৩ শতাংশ হল পূরণ ছিল। উত্তর ভারতে 'গদর ২' ও 'ওএমজি ২'-এর আধিপত্য বেশি চললেও 'জেলার' ছবি বেশ ভালই ব্যবসা ধরে রেখেছে। বিশ্বজুড়ে এই ছবি ৪৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।


আরও পড়ুন: Jeetu Kamal: বড়পর্দায় সাফল্য পেয়েও ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল!


নতুন বিগ বাজেট বা বড় মাপের ছবি মুক্তির আগে পর্যন্ত এই ছবিগুলি দেশের প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াবে বলেই আশা ট্রেড অ্যানালিস্টদের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial