নয়াদিল্লি: রণবীর কপূরের (Ranbir Kapoor) 'অ্যানিম্যাল' (Animal) ৩০০ কোটি আয়ের পথে পা বাড়িয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত এই ছবি মঙ্গলবার ৩৮.২৫ কোটি টাকা আয় করেছে ভারতেই। এই ছবি ভারতে এখনও পর্যন্ত রণবীর কপূরের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি। অন্যদিকে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। ছবির পরিচালক মেঘনা গুলজার (Meghna Gulzar)। বক্স অফিসে লড়াই দুই তারকা অভিনেতার। কত আয় করল এই ছবি?


বক্স অফিসে 'অ্যানিম্যাল' ও 'স্যাম বাহাদুর', কত আয় দুই ছবির?


মুক্তির পর পঞ্চম দিনে ভারতে ৩৮.২৫ কোটি টাকা আয় করেছে 'অ্যানিম্যাল'। এই সময়ে দেশে 'অ্যানিম্যাল' ছবির মোট আয়ের পরিমাণ ২৮৩.৭৪ কোটি টাকা। রণবীরের 'সঞ্জু' মোট ৩৪২.৫৩ কোটি টাকা আয় করে, তারপর 'অ্যানিম্যাল' ছবিটি ভারতে রণবীরের সবচেয়ে বেশি আয় করেছে। অন্যদিকে, বিশ্বের বাজারে এই ছবি ৪০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল বক্স অফিসে এই ছবি মোট ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে। 


'অ্যানিম্যাল' ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে একাধিক বিতর্ক। ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে দেখা গেছে রশ্মিকা মান্দানা, বাবার চরিত্রে অনিল কপূর। এছাড়াও সিনেমায় ববি দেওল, তৃপ্তি দিমরিকেও দেখা গেছে। 


অন্যদিকে বক্স অফিসে একইদিনে 'স্যাম বাহাদুর' ছবিটিও মুক্তি পেয়েছে। ফলে মুখোমুখি টক্কর চলছে ভিকি ও রণবীরের ছবির। শীর্ষে নিঃসন্দেহে 'অ্যানিম্যাল'। কত আয় করল 'স্যাম বাহাদুর'। ভিকি কৌশলের ছবি মঙ্গলবার ৩.৫ কোটি টাকা আয় করেছে।  মুক্তির পাঁচ দিনের পর এই ছবি সোমবারের মতোই আয় করে। 


আরও পড়ুন: Priyanka Chopra: রশ্মিকা-ক্যাটরিনা-কাজল-আলিয়ার পর 'ডিপফেক' ফাঁদে এবার প্রিয়ঙ্কা চোপড়া


শুক্রবার মুক্তি পাওয়া 'স্যাম বাহাদুর' মূলত ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র গল্প তুলে ধরেছে। প্রথম দিনে এই ছবি ৬.২৫ কোটি টাকা আয় করেছে, রবিবার আয়ের মাত্রা বেড়ে দাঁড়ায় ১০.৩ কোটি টাকা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।