মুম্বই: একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। মুক্তি পাওয়ার দিন থেকে দুর্দান্ত বক্স অফিস কালেকশনে বলিউড 'লক্ষ্মীলাভ' হয়েছিল এই ছবির হাত ধরেই। তার আগে বিগত বেশ কয়েক মাস ধরে বি টাউনে যেন খরা চলছিল। নেটিজেনদের একাংশ বলিউডের উদ্দেশে বয়কট ডাক দিয়েছিল। তার ব্যাপক প্রভাব পড়েছিল বক্স অফিস কালেকশনে। এর ফলে একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছিল কার্যত। সেই খরা যেন কিছুটা কাটল রণবীর কপূর, আলিয়া ভট্টের ছবির হাত ধরে। দুর্দান্ত শুরু করার পর, দ্বিতীয় সপ্তাহান্তের শেষেও ব্যবসা অব্যাহত রেখেছে এই ছবি।


দ্বিতীয় সপ্তাহের শেষে কত টাকার ব্যবসা করল 'ব্রহ্মাস্ত্র'?


ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি প্রথম সপ্তাহান্তের পর দ্বিতীয় সপ্তাহান্তেও দারুণ ব্যবসা করেছে। এখনও পর্যন্ত এই ছবি মোট ব্যবসা করেছে ২১২.৪০ কোটি টাকার। এই ছবির হিন্দি ভার্সন থেকেই আয় হয়েছে এখনও পর্যন্ত ১৮৬.৫০ কোটি টাকা। আর অন্যান্য ভাষা থেকে আয় হয়েছে ২১.৪০ কোটি টাকার। দেশজুড়ে ব্যবসা করা ছাড়াও বিশ্বজুড়েও দারুণ ব্যবসা করছে 'ব্রহ্মাস্ত্র'। মুক্তি পাওয়ার ১০ দিনেক মধ্যেই বিশ্বজুড়ে ৩৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।


আরও পড়ুন - Ali Asgar: কেন আর নারী চরিত্রে অভিনয় করেন না? আলি আসগরের উত্তরে চোখে জল নেটিজেনদের


প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে শ্যুটিং শুরু হতে পারে 'ব্রহ্মাস্ত্র ২'-এর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, 'প্রথমভাগের শ্যুটিং শুরুর আগেই কম বেশি গোটা 'ব্রহ্মাস্ত্র' লেখা হয়ে গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের। এখন তিনি চাইছেন দ্বিতীয়ভাগে আরও কিছু চমক আনতে। প্রথম ভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় ভাগে তিনি আরও চমক আনতে চান। যাতে দর্শকের মনে আরও গেঁথে যায় ছবিটি। কর্ণ জোহর এবং আর এক প্রযোজক ফক্স স্টুডিওস শীঘ্রই সিক্যুয়েলের শ্যুটিং শুরু করতে চান। কিন্তু অয়ন চান দ্বিতীয়ভাগের শ্যুটিং শুরুর আগে কিছুটা বিরতি নিতে।' তবে, ছবিটি কবে মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


অন্যদিকে, ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয়েছে যে, ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া উদযাপন করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সেইদিনই মাত্র ৭৫ টাকায় পাওয়া যাবে সিনেমার টিকিট। বিভিন্ন সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসার কারণেই মূলত এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।